নিজস্ব সংবাদদাতা: DNN Bangla-র নামে লক্ষাধিক টাকার মানহানির মামলার হুঁশিয়ারি দিয়ে চিঠি তৃণমূল কাউন্সিলরের।
ঘটনা গত ৮ই জানুয়ারি ডানকুনি পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের বেআইনি নির্মাণের খবর পরিবেশন করা হয় স্থানীয় নিউজ পোর্টাল DNN বাংলায়। সেই খবর মিথ্যা দাবি করে প্রথমে পুরসভার কাউন্সিলরদের চিঠি দেন ১৬নং ওয়ার্ডের কাউন্সিলর শুভজিৎ গাঙ্গুলী। তারপর Grievance সেলেও দারস্থ হন তৃণমূল কাউন্সিলর। সংবাদ মাধ্যমের কণ্ঠরোধ করার বিরুদ্ধে প্রতিবাদে পুরসভার সামনে পোস্টার হাতে বিক্ষোভ দেখায় ডিজিটাল সাংবাদিকরা। পুর প্রধান হাসিনা শবনমকে প্রশ্ন করা হলে তিনি জানান খবর পরিবেশনে কোন ভুল নেই। পুরসভার ইন্ঞ্জিনিয়াররা গিয়ে দেখেছেন নিয়ম মেনে কাজ হচ্ছে না তাই বেআইনি নির্মাণ বন্ধ রাখা হয়েছে। এরপর আজ দুপুরে ডাক পোস্টে চিঠি আসে DNN বাংলার ডানকুনির অফিসে। চিঠিতে বেআইনি নির্মাণের খবরে কাউন্সিলরের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলে দাবি করে লক্ষাধিক টাকার মানহানির মামলার হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূল কাউন্সিলর। পাল্টা জবাব দিয়ে আইনজীবী মারফত নোটিশের উত্তর দিতে প্রস্তুতি নিচ্ছে DNN বাংলা। কোন ভাবেই সংবাদ মাধ্যমের কণ্ঠরোধ বরদাস্ত হবে না জানিয়েছে DNN বাংলার সম্পাদক হাসিবুল মোল্লা।