ED: হাসপাতালে গিয়ে আহত ইডি আধিকারিকদের সঙ্গে দেখা করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস



নিউজ ডেস্ক:  'বাংলা আক্রান্ত। গণতন্ত্র আক্রান্ত।' সন্দেশখালিতে দুষ্কৃতী হামলার পর এমনটাই অভিযোগ করেন রাজ্যপাল  সিভি আনন্দ বোস। তিনি বলেন, "কোনওভাবেই এটা বরদাস্ত করা যায় না। দোষীদের বিরুদ্ধে অবশ্যই ব্য়বস্থা নেওয়া হবে'। এদিন রেশন দুর্নীতির মামলার সন্দেহে তৃণমূল নেতার বাড়িতে তল্লাশি গিয়ে হামলার মুখে পরে ইডি। এমনকি গাড়িতে ভাঙচুর করলেন বিক্ষোভকারীরা, পাশাপাশি মাথা ফেটে যায় ৩ আধিকারিকের।

এরপরেই এক ভিডিও বার্তায় রাজ্যপাল বলেন, "সন্দেশখালির ঘটনা উদ্বেগজনক। গণতান্ত্রিক পরিবেশে বর্বরতা ও আক্রমণ আটকানোর দায়িত্ব সরকারের। সরকার দায়িত্ব পালনে ব্যর্থ হলে, সংবিধান নিজের পথে চলবে"। শুধু তাই নয়, রাজভবনে ডাক করান রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব ও ডিজি-কে।

গতকাল সন্ধ্যায় আহত ইডি আধিকারিকদের দেখতে পৌঁছে যান হাসপাতালে। সেখান থেকে বাইরে বেরিয়ে তিনি বলেন,''ভারতের সংবিধান আছে। আইনি ব্যবস্থা আছে। সবকিছুকেই প্রয়োগ করা হবে,  যাতে এই নৈরাজ্য না চলতে পারে" রাজ্যপাল যোগ করেন , "সংবাদমাধ্যমের কোনও ধরণের আক্রমণ বরদাস্ত করা যায় না। সমাজ নিশ্চয়ই জবাব দেবে। রাজ্যপাল হিসেবে,আমি চোখ-কান খোলা রাখি। প্রয়োজনে কড়া ব্যবস্থা নেব''।

Priyanka Dey

প্রিয়াঙ্কা দে । আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা । পরে খেলাধুলা নিয়ে মিডিয়া জগতে প্রবেশ। বর্তমানে DNN বাংলার ও KKR এর কনটেন্ট টিমে কর্মরত।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন