নিউজ ডেস্ক: লোকসভা নির্বাচনে আর বেশি সময় নেই। কাজেই নির্বাচনের আগে বিভিন্ন রাজ্যে বিজেপি ইন-চার্জ ও সহ ইন চার্জদের নাম ঘোষণা করলো। সেই তালিকা অনুসারে পশ্চিমবঙ্গ- মঙ্গল পান্ডে- অমিল মালব্য ও আশা লাকরা থাকছেন সহ ইনচার্জ হিসাবে।
এই ঘোষণার পাশাপাশি দলের থিম সং প্রকাশ করেছে বিজেপি। তবে সম্প্রীতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাফ ঘোষণা যে তাঁর ভোটের দামামা বাজানোর দরকার পড়ে না। তিনি উন্নয়নের দামামা বাজান। তাঁর কথায়, "মিডিয়াতে দেখছিলাম বলা হচ্ছে মোদী বুলন্দশহর থেকে ভোটের দামামা বাজাবেন। মোদী উন্নয়নের দামামা বাজান। লাইনের শেষে যে মানুষটা দাঁড়িয়ে আছেন মোদী তাঁর জন্য দামামা বাজান। মোদীর আগেও ভোটের বাদ্যি বাজানোর দরকার পড়েনি এখনও সেই বাদ্যি বাজানোর দরকার নেই মোদীর। আগামীদিনেও দরকার পড়বে না।" তিনি আরও দাবি করেন সাধারণ মানুষই তাঁর জন্য বিউগল বাজান, তখন মোদীর আর এটা বাজিয়ে সময় নষ্ট করার দরকার নেই। মানুষের সেবার করার জন্য সময় ব্যয় করাই তাঁর উদ্দেশ্য।