নিজস্ব সংবাদদাতা: নচিকেতা চক্রবর্তী বর্তমান যুগে দাঁড়িয়েও স্পষ্ট কথা বলতে দ্বিধাবোধ করেননা। একটি সাক্ষাৎকারে তিনি জানান যে তিনি লোকসংগীতে বিশ্বাস করি না। যার পর উত্তেজিত হয়ে যায় সোশ্যাল মিডিয়া।
এক সাক্ষাৎকারে তিনি বলেন, "আমি লোকসংগীতে বিশ্বাস করি না। আমার মনে হয় পৃথিবীতে কোনওটাই লোকসংগীত নয়, সবটাই আধুনিক। আজ থেকে ১০০ বছর পরে আমার অপ্রচলিত গানটাকেই ফোক বলা হবে। তখনকার দিনে খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়, ওটা তৎকালিন সময়ে আধুনিক গান ছিল। আজ ওটাকেই আমরা লোকসংগীত বলছি। লোকায়তও বলছি। তাই সব গানই লোকায়ত, সবই আধুনিক। এবার ভাষাগতভাবে যদি বলা হয়, সেই ভাষাতেই ওই গান লেখা হয়েছে। যদিও এটাকে আবার অনেকে মেইনস্ট্রিম গান বলছেনা। কিছু মানুষ পরবর্তীকালে এই আমাদের মতো কিছু মানুষ, চুল ঠিকঠাক করে এটাকে একটু অন্যরকম করার চেষ্টা করলাম আর কী! ওটাই আধুনিক গান।’
নচিকেতা চক্রবর্তীর যেকোনও প্রোগ্রাম মানেই ভক্তদের ভিড় উপচে পড়ে। তবে মাঝে মাঝে বেশ বিতর্ক ও তৈরি হয় তাঁকে ঘিরে। কিন্তু কোনোদিন ভক্তদের ভালোবাসা সেটা খুব চোখে পড়তে দেয়নি।