নিউজ ডেস্ক : বছরের শুরুতেই শুরু হয়ে গিয়েছে গঙ্গাসাগর মেলা ২০২৪। আর এই গঙ্গাসাগর মেলাকে কেন্দ্র করে উত্তেজনা লক্ষ-লক্ষ পুণ্যার্থীদের মধ্যে। প্রত্যেক দিন এত ভিড় হচ্ছে যে এই ভিড়ের কবলে পরে মৃত্যু হলো ২ জনের। গতকাল অর্থাৎ শুক্রবার গঙ্গাসাগরে আসার সময় নামখানার ফেরী ঘাটের কাছে অসুস্থ বোধ করে উত্তর প্রদেশের বইরা এলাকার প্রহ্লাদ সিং। বয়স ছিল ৬৯ বছর। এর পর সেই ফেরি ঘাটে কর্তব্যরত পুলিশ তাড়াতাড়ি নামখানা নারায়ণপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় সেখান থেকে কাকদ্বীপ সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে।
আবার এদিন গঙ্গাসাগর মেলায় গঙ্গাস্নান করার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে রাজস্থানের মোহনলাল প্রজাপতি নামের এক ব্যক্তির। এদিন গঙ্গাস্নান করতে করতে অসুস্থ হলে সেখানকার কর্তব্যরত বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীরা সাগর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে।
পর মৃতদেহ ময়নাতদন্তের জন্য কাকদ্বীপ পুলিশ মর্গে পাঠানো হয়েছে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, দুই ভিন রাজ্যের তীর্থযাত্রীদের মৃত্যু হয়ছে হৃদরোগে আক্রান্ত হয়ে। জানা গিয়েছে মৃতদেহগুলিকে ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হবে ও সৎকার করার সমস্ত রকম সাহায্যও করবে প্রশাসন, এমনটাই জানিয়েছে তাঁরা।