নিউজ ডেস্ক: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পর আগামী ১০ জানুয়ারি গঙ্গাসাগর যাচ্ছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। জানা গেছে এদিন গঙ্গাসাগর সফরের জন্যই রাজ্যের হেলিকপ্টারের জন্য নবান্নের কাছে আগ্রহ প্রকাশ করেন তিনি। ও তাতে সম্মতি ও দেওয়া হয় নবান্নের তরফে। আগামী ১০ তারিখ রাজ্যের হেলিকপ্টার ব্যবহার করেই গঙ্গাসাগর যাচ্ছেন রাজ্যপাল।যদিও তিনি ফিরবেন সেইদিনই।
প্রসঙ্গত, কিছুদিন আগেই রাজ্যের বিরুদ্ধে হেলিকপ্টার না দেওয়ার অভিযোগ নিয়ে সরব হয়েছিলেন রাজ্যপাল। এবার রাজ্যপালকে রাজ্যের হেলিকপ্টার ব্যবহার করার অনুমতি দিল নবান্ন। এদিকে সন্দেশখালির ঘটনা নিয়ে রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি৷ তার উপর শেখ শাহজানে গ্রেফতার না হওয়ার জন্য পুলিশের উপর ক্ষোভ প্রকাশ করেন তিনি।