নিউজ ডেস্ক: গুজরাতের ভডোদরায় শীতের মরসুমে স্কুলের পিকনিকে গিয়ে নৌকাডুবিতে মৃত্যু হলো ১৪ জন পড়ুয়ার। শুধু তাই নয় শিক্ষক ও পড়ুয়া মিলিয়ে মৃতের সংখ্যা ১৬। গত বৃহস্পতিবার গুজরাটের হার্নি লেকে বোটিং করতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে যায়। প্রত্যক্ষদর্শীরা জানায়, ভারবহন ক্ষমতার থেকে অনেক বেশী জন উঠেছিল সেই নৌকায়। যার ফলে ঘটে এই ঘটনা। যদিও সঙ্গে সঙ্গে বিপর্যয় মোকাবিলা বাহিনীর সাহায্যে ১০ জনকে উদ্ধার করা গেছে।
সূত্রের খবর, এদিন পড়ুয়া ও শিক্ষকরা কেউই লাইফ জ্যাকেট পরে নামেননি। শুধু তাই নয়, একটি নৌকোতে ২৭ জন ওঠার ফলে এমন কান্ড ঘটে যায়। এই দুর্ঘটনার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিহতদের পরিবারের জন্য ২ লক্ষ টাকা এবং আহতদের প্রত্যেকের পরিবারকে ৫০ হাজার টাকা করে সাহায্য দেওয়ার ঘোষণা করেছেন। এর পাশাপাশি গুজরাটের সরকার মৃতদের পরিবারকে ৪ লক্ষ টাকা এবং আহতদের পরিবারকে ৫০ হাজার টাকা দিয়ে সাহায্য করার আশ্বাস দেয়।