HEALTH: গত ২০ দিনে ২০০-র বেশি শিশুর মৃত্যু পাকিস্তানে


নিউজ ডেস্ক: পাকিস্তানের শিশুদের নিয়ে উদ্বেগ বাড়ছে। তার কারণ, গত ২০ দিনে পঞ্জাব প্রদেশে ২০০-র বেশি শিশুর মৃত্যু হয়েছে। সূত্রের খবর, নিউমোনিয়ায় আক্রান্ত হয়েই পরপর শিশু-মৃত্যু হয়েছে। যা পঞ্জাবের সরকারকে চিন্তায় ফেলেছে।

প্রশাসন সূত্রে খবর, বর্তমানে পাকিস্তানে মারাত্মক ঠান্ডা পড়েছে। এই আবহাওয়ার জন্যই শিশু-মৃত্যু ঘটছে। পঞ্জাব প্রদেশের সরকার নিশ্চিত করেছেন গত ২০ দিনে ২০০-র বেশি শিশু-মৃত্যু হয়েছে। সরকারের তরফে আরও জানানো হয়েছে, অপুষ্টির কারণেই অধিকাংশ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া নিউমোনিয়ায় অনেক শিশুর মৃত্যু হয়েছে। তাদের অধিকাংশই নিউমোনিয়ার ভ্যাকসিন নেয়নি। ফলে তাঁদের শরীর দুর্বল হওয়ায় রোগ প্রতিরোধ ক্ষমতাও কমে গিয়েছে। ফলে কনকনে ঠান্ডায় বহু শিশুর মৃত্যু হয়েছে। পরিস্থিতি সামাল দিতে চলতি মাসের ৩১ তারিখ পর্যন্ত সকালের স্কুল খোলা রাখা উচিত নয় বলেও জানিয়েছে পঞ্জাব সরকার। পরিসংখ্যান অনুসারে, কেবল পঞ্জাবে ১ জানুয়ারি থেকে সাড়ে ১০ হাজার শিশু নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছে। যার মধ্যে ২২০ শিশুর মৃত্যু হয়েছে।

Priyanka Dey

প্রিয়াঙ্কা দে । আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা । পরে খেলাধুলা নিয়ে মিডিয়া জগতে প্রবেশ। বর্তমানে DNN বাংলার ও KKR এর কনটেন্ট টিমে কর্মরত।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন