নিজস্ব সংবাদদাতা : ১৬ দফা দাবি নিয়ে হুগলীর চুঁচুড়ায় খাদ্য ভবনে হাজির রেশন ডিলাররা। হুগলির জেলায় ৭০০ উপর দোকান বন্ধ রয়েছে। সারা বাংলায় ২২ হাজারের মধ্যে ১৩০০০ দোকান বন্ধ রয়েছে।
মিনিমান আয়ের গ্যারান্টি সহ মোট ষোলো দফা দাবীতে আন্দোলনে নেমেছেন রেশন ডিলাররা। আগামী ১৬ জানুয়ারী দিল্লীর রামলিলা ময়দায়ে মিছিল হবে। তার প্রস্তুতিতে আজ রাজ্যের সব খাদ্য দপ্তরে চলছে এই আন্দোলন। রাজ্য ও জেলা সম্পাদক মৃণাল কান্তি বোস বলেন, ১৬ দফা দাবি যতক্ষণ না রাজ্য সরকার বা খাদ্য দপ্তর সিদ্ধান্ত নিচ্ছে ততক্ষণ আমরা এই আন্দোলনে অনড় থাকব। রাজ্য ও কেন্দ্র দুই সরকারের বিরুদ্ধেই আমাদের এই আন্দোলন। সারা দেশব্যাপী পাঁচ লক্ষ দোকানদার আন্দোলনে নেমেছে। বাংলায় ২২ হাজার দোকানদারের মধ্যে ১৩ হাজার দোকানদার তাদের দোকান বন্ধ রেখেছে। আমাদের দাবি, ৫০ হাজার টাকা আয়ের গ্যারান্টি আমরা দাবি করেছি, এছাড়া নতুন কন্ট্রোল অর্ডার প্রত্যাহার করতে হবে ও ভুতুড়ে স্টকের প্রতিবাদে অবস্থান। আগামী ১৬ তারিখ দিল্লি রামলীলা ময়দান থেকে মিছিল করে পার্লামেন্ট ঘেরাও করা হবে। পরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে ডেপুটেশন দেবো ।
তিনি আরো জানান, দুয়ারে রেশন আমরা করলেও তা আমাদের পক্ষে অসম্ভব হয়ে যাচ্ছে। প্রাকৃতিক পরিস্থিতি সহ বিভিন্ন অসুবিধার কারণে দুয়ারের রেশন করা সম্ভব হচ্ছে না। যদিও সুপ্রিম কোর্টের মামলা এখনো চলছে। আজ থেকে সারাদেশে অনির্দিষ্টকালের জন্য সমস্ত রেশন দোকান বন্ধ থাকবে যতক্ষণ না আমরা কোন সিদ্ধান্তে উপনীত হতে পারছি। যদিও গ্রাহকদের সমস্যা হবে না বলেই দাবি করেছেন তিনি। আমরা নিজেরা যদি বেঁচে থাকতে না পারি তাহলে গ্রাহকদের পরিষেবা দেবো কিভাবে। ইতিমধ্যেই রাজ্য খাদ্য দপ্তরের সঙ্গে আলোচনা হয়েছে। বাকি আলোচনা চলছে, যতক্ষণ না পর্যন্ত সঠিক ফলাফল বের হচ্ছে ততক্ষণ পর্যন্ত আন্দোলনে আমরা অনর থাকবো।