নিজস্ব সংবাদদাতা: ডব্লিউবিএসইডিসিএল-এর গ্রাহকদের মাথায় হাত। বিদ্যুতের বিল দেখে অবাক হয়ে পড়লেন হুগলির চণ্ডীতলা সার্কেলের অধীনে থাকা গ্রাহকরা। বেশ কিছু মাস আগেও বিদ্যুতের সর্বনিম্ন বিল ছিল মিটার প্রতি ২৫ টাকা। অর্থাৎ প্রতি তিন মাস অন্তর অন্তর সর্বনিম্ন৭৫ টাকা দিতে হতো । কিন্তু এখন সেটোই গিয়ে দাঁড়িয়েছে প্রায় ৯০০ টাকায়। মাত্র ৭ ইউনিটের বিল ৮৮১ টাকা হলে, প্রতি ইউনিটের জন্য ১২৬ টাকা মতো দিতে হবে।
যা দেখে রেগে গেছেন সাধারণ মানুষ। বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাসকে বারবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি। এদিকে চণ্ডীতলার বিদ্যুৎ আধিকারিক প্রীতম সিং ও কোনো কিছু সাড়া দিচ্ছেন না। যারপর বিরোধীরা বিদ্যুতের বিল নিয়ে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন। চণ্ডীতলার একাধিক গ্রাহক এই সমস্যায় পড়েছেন।
চণ্ডীতলার বিদ্যুৎ আধিকারিক প্রীতম সিং দাবি করেন,"বিদ্যুতের বিলে কোনও ভুলভ্রান্তি নেই।বিদ্যুতের বিল লাগামহীন হওয়াতে সিপিএম, বিজেপি, কংগ্রেস একযোগে রাজ্য সরকারকে আক্রমণ করেছে।" এই প্রসঙ্গে বিজেপি(BJP) নেতা সজল ঘোষ বলেন, "আগে ১০০ দিনের কাজ, গৃহ প্রকল্প, রেশন সহ সমস্ত কেন্দ্রীয় সরকারি প্রকল্প থেকে কাঠমানি খেত তৃণমূল নেতারা। সরকারের একাংশও বেআইনি কাজের সঙ্গে জড়িয়ে ছিল। এখন সেই সমস্ত কাজগুলো থেকে টাকা না পাওয়াতে বিদ্যুতের বিল ১০ গুণ বাড়িয়ে মানুষকে শোষণ করা হচ্ছে। আমরা আন্দোলনে নামছি।"
সিপিএম(CPM) নেতা রবীন দেব বলেন, "সাধারণ মানুষকে শোষণ করা হচ্ছে। আমরা আগামী দিন বৃহত্তর আন্দোলনে যাচ্ছি। ইনসাফ যাত্রা থেকেই সেই আন্দোলনের সূচনা হবে।"