নিজস্ব সংবাদদাতা : আজ মা সারদার ১৭১ তম জন্মতিথি উপলক্ষে, বাঁকুড়ার জয়রামবাটিতে সকাল থেকেই ভিড় করছেন ভক্তরা। এদিন ভোর থেকে বিভিন্ন আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে জয়রামবাটি মাতৃমন্দিরে শুরু হয় মা সারদার জন্মতিথি উদযাপন।
সব থেকে প্রথমে মঙ্গলারতি দিয়ে উৎসবের সূচনা করেন সন্ন্যাসীরা। এরপর বেদমন্ত্র পাঠ, স্তবগান এবং মা সারদার পুজো করা হয়।
শুধু তাই নয়, সকালে পুণ্যার্থী-ভক্তদের সঙ্গে নিয়ে মাতৃমন্দির থেকে এক শোভাযাত্রা ও বেরোয়। এদিকে শ্রীশ্রীমা সারদার ১৭১ তম জন্মতিথি উপলক্ষে রামকৃষ্ণদেবের মাটির বাড়িতে ও চলছে বিশেষ পুজোপাঠl বেলা বাড়ার সাথে সাথেই ভক্তদের ভিড় বাড়ছে কামারপুকুরে।