HOOGHLY: কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবের আশ্বাসের পরেও চলছে অবরোধ

নিজস্ব সংবাদদাতা: হিট এন্ড রানের নয়া আইন প্রত্যাহারের দাবিতে তারকেশ্বর বাসস্ট্যান্ডে বাস ধর্মঘটে সামিল হলেন বাসকর্মীরা দুর্ভোগের শিকার হাজার হাজার নিত্যযাত্রী।

এদিন সকাল আটটা থেকে বাস না চালানো সিদ্ধান্ত নেন বাস চালক এবং কর্মীরা। তারকেশ্বর বাস স্ট্যান্ড থেকে প্রায় ৪০০ থেকে ৫০০ টি বাস চলাচল করে প্রতিদিন। পাশাপাশি ৫০ থেকে ১০০ ছোট গাড়ি চলাচল করে। রাজ্যের একাধিক জেলায় এই তারকেশ্বর বাস স্ট্যান্ড থেকে বাস চলাচল করে। তারকেশ্বর বাস স্ট্যান্ড থেকে যান চলাচল বন্ধের ফলে দুর্ভোগে পড়েছেন প্রায় হাজার হাজার নিত্য যাত্রী। বাস চলাচলের অপেক্ষায় বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে আছেন তারা বাস চালকও কর্মীদের দাবি আইন প্রত্যাহার না করা পর্যন্ত এই ধর্মঘট চলবে।

যদিও এখনই প্রয়োগ হচ্ছে না কড়া আইন জানিয়েছে কেন্দ্র।ইতি মধ্যেই ধর্মঘট প্রত্যাহার করেছে ট্রাক চালকরা। প্রায় দু ঘন্টা পর তারকেশ্বর থানার পুলিশের হস্তক্ষেপে ধর্মঘট তুলে নেন বাস চালক ও কর্মীরা।

Priyanka Dey

প্রিয়াঙ্কা দে । আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা । পরে খেলাধুলা নিয়ে মিডিয়া জগতে প্রবেশ। বর্তমানে DNN বাংলার ও KKR এর কনটেন্ট টিমে কর্মরত।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন