Hooghly: শ্রীরামপুরে প্রস্তাবিত সিল্ক হাবের জমি মাপজোক করতে এসে ক্ষোভের মুখে প্রশাসন


 নিজস্ব সংবাদদাতা: বুধবার সকালে প্রস্তাবিত সিল্ক হাবের জায়গা মাপজোক করতে যান এসডিএলআরও দফতরের কর্মীরাl প্রায় কুড়ি একর জমির উপর তৈরি হবে এই সিল্ক হাব। এদিন মাপ করতে এসে কৃষকদের বাধার মুখে পড়েন প্রশাসন। কিন্তু আধিকারিকদের কথায় সরকারি কিছু খাস জমি পড়ে রয়েছে, সেখানেই মুখ্যমন্ত্রী সিল্ক হাব করার কথা বলেছিলেন। এর মধ্যে দিয়ে শ্রীরামপুর ও বৈদ্যবাটির সিল্ক প্রিন্টিংকে এক ছাতার তলায় আনা হবে। ২০১৬ সালে শ্রীরামপুর পুরসভার ২৭ নম্বর ওয়ার্ডের প্রভাস নগরে সিল্ক হাব হবে বলে ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু জমিজটে সেই সিল্ক হাব তৈরির কাজ এতদিন থমকে ছিল।

এদিন পুরভার কাউন্সিলর সন্তোষ সিং, পিন্টু নাগরা জানান, "সরকারি খাস জমিতে সিল্ক হাব তৈরি হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কৃষক দরদী। কোনও কৃষককে বঞ্চিত করা হবে না। আমরা বলেছি জমির কাগজ যদি কিছু থাকে তা নিয়ে আসুন, পুরসভায় দেখান। মুখের কথায় হবে না। যদি কাগজ থাকে কাজ বন্ধ থাকবে। আর কাগজ না থাকলে প্রশাসন নিজের মতো করে ব্যবস্থা নেবে।"

প্রসঙ্গত উল্লেখ্য যে, আগেও সিঙ্গুরই জমি আন্দোলনে উত্তাল হয়ে ওঠে এবং ক্ষমতায় আসার পর, কোনও জমি নেবে না বলে স্পষ্ট দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Priyanka Dey

প্রিয়াঙ্কা দে । আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা । পরে খেলাধুলা নিয়ে মিডিয়া জগতে প্রবেশ। বর্তমানে DNN বাংলার ও KKR এর কনটেন্ট টিমে কর্মরত।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন