নিজস্ব সংবাদদাতা :কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হাত থেকে 'দেশের সেরা থানার' পুরষ্কার পেল হুগলি জেলার শ্রীরামপুর থানা। এদিন অমিত শাহের হাত থেকে পুরষ্কার গ্রহণ করেন শ্রীরামপুর থানার আইসি দিব্যেন্দু দাস। বেশ কিছুদিন আগে কেন্দ্রের অধীনে থাকা এক সংস্থা দেশের বিভিন্ন থানাগুলি নিয়ে এক সমীক্ষা করেন। তাঁদের তরফ থেকে পশ্চিমবঙ্গ সরকারকে চিঠি দিয়ে জানানো হয়, দেশের সেরা তিনটি থানার মধ্যে শ্রীরামপুর থানা সেরার শিরোপায় পুরস্কৃত হবে।
এদিন, চন্দননগরের পুলিশ কমিশনার অমিত পি জাভালগি বলেন যে, বেশ কিছুদিন আগেই এই সমীক্ষা করা হয়েছিল এবং তাদের সমীক্ষায় বেশ কিছু প্যারামিটারের কথাও বলা হয়। তার মধ্যে ছিল 'জনগণের পরিষেবা দেওয়া, মানুষের সাথে পুলিশের সম্পর্ক, থানা চত্বর কতটা পরিষ্কার পরিচ্ছন্ন এবং কতটা উন্নত পরিষেবার মাধ্যমে জনগণের কাছাকাছি পৌঁছে যেতে পেরেছে পুলিশ'। আর শ্রীরামপুরের ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক দিব্যেন্দু দাস সহ অন্যান্য পুলিশ কর্মীরা এই সাফল্যে খুব আনন্দিত হয়েছেন।
বলা যেতে পারে, এই স্বীকৃতি রাজ্যের অন্যান্য থানাগুলোকে আরও ভালো পরিষেবা দেওয়ার জন্য উৎসাহিত করবে। যার ফলে উপকৃত হবেন বহু সাধারণ মানুষ।