নিজস্ব সংবাদদাতা: হুগলির ডানকুনি পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বাগ পাড়া এলাকায় রাস্তা না থাকার কারনে, বাঁশ দিয়ে রাস্তা তৈরী করে যাতায়াত করছেন স্থানীয় বাসিন্দারা।
বর্ষাকালে এই ভাবে জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হয় দাবি স্থানীয় বাসিন্দাদের। বহুবার পৌরসভাকে জানিয়ে মিলেছে আশ্বাস। কাজের কাজ কিছু হয়নি বলে অভিযোগ স্থানীয়দের।
ডানকুনি পৌরসভার সিআইসি কল্লোল বন্দ্যোপাধ্যায় বলেন মানুষ সমস্যায় আছে এটা আমাদের খারাপ লাগে। আশা করছি তারাতারি কাজ করে দিতে পারবো। বিজেপির ডানকুনি মন্ডলের সভাপতি গুঞ্জন চক্রবর্তী বলেন রাস্তাটি তারাতারি পৌরসভা যদি না করে। স্থানীয় বাসিন্দাদের নিয়ে পৌরসভা ঘেরাও করবো।