নিজস্ব সংবাদদাতা : রবিবার দুপুরে, হুগলির ডানকুনিতে বিজেপির মিছিল আটকানোর অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। এদিন, শ্রীরামপুর সাংগঠনিক জেলা যুব মোর্চার উদ্যোগে বাইক মিছিল বের করেন বিজেপি কর্মীরা। যা শুরু হয় ডানকুনির চৌমাথা থেকে এবং শেষ হওয়ার কথা ছিল জোমজুড় থানায়।
কিন্তু বাইক মিছিল শুরু হতে না হতেই আটক করে পুলিশ। সেখানে পুলিশদের সাথে ধস্তাধস্তি শুরু হয় বিজেপি কর্মীদের। ব্যারিকেড দেওয়া থাকলে তা সরিয়ে দেওয়ার চেষ্টা করেন বিজেপি কর্মীরা। সূত্র অনুযায়ী, এই মিছিলের নেতৃত্ব দিচ্ছিলেন সুকান্ত মজুমদার।
প্রসঙ্গত, রাজ্য সরকারের বিভিন্ন দুর্নীতির প্রতিবাদে এই বাইক মিছিলের আয়োজন করেছিল বিজেপির যুব দল। বিজেপির কর্মীরা জানায় যে এই মিছিলের জন্য পুলিশকে লিখিত আবেদন দিলেও অনুমতি দেয়নি পুলিশ। ফলে বাধ্য হয়েই বিনা অনুমতিতে শুরু করতে হয়েছিল এই বাইক মিছিল।
এই নিয়ে সুকান্ত মজুমদার জানান , “আমরা পুলিশের এই অগণতান্ত্রিক ব্যবস্থার বিরুদ্ধে জাতীয় সড়ক অবরোধ করতে বাধ্য হই। যে পুলিশ আক্রমন করেছে, তার বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নিতে হবে। পুলিশ আশ্বাস দিতে আমরা অবরোধ তুলি। আগামী দিনে পুলিশ ব্যবস্থা না নিলে থানা সিপি অফিস ঘেরাও হবে।” লোকসভা ভোট যত এগিয়ে আসছে রাজ্যে বাড়ছে ততো উত্তেজনা।