নিউজ ডেস্ক: হাওড়ার উলুবেড়িয়ায় প্রায় ‘হিট অ্য়ান্ড রান’ কেস হয়েই থাকে।এবারে ঠিক সেই কারণে কর্তব্যরত অবস্থায় মৃত্যু হলো দুই পুলিশ আধিকারিকের। জানা গিয়েছে, গতকাল গভীর রাতে একটি লরি এসে ধাক্কা মারে পুলিশের গাড়িতে। এবং আহত হন চার পুলিশ আধিকারিক। তাঁদের মধ্যে মৃত্যু হয় দুজনের। ধাক্কা মারার সাথে সাথেই পালিয়ে যায় সেই গাড়ি।
সূত্র অনুযায়ী, বৃহস্পতিবার বাগনান বরুণদা মুম্বই রোডে রাতে ডিউটি করছিলেন সুজয় দাস (সাব ইন্সপেক্টর), পলাশ সামন্ত (হোম গার্ড), অলোক বর (কনস্টেবল) ও সুকদেব বিশ্বাস (কনস্টেবল)। সঙ্গে ছিলেন বক্কর আলি নামে এক গাড়ির চালক।
গাড়িটি দাঁড়িয়ে থাকা অবস্থায় কোলাঘাটের দিক থেকে বাগনানের দিকে আসা একটি বেপরোয়া লরি পুলিশের গাড়ির পিছনে খুব জোরে ধাক্কা মারে ও এক মুহূর্ত না দাঁড়িয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় সাব ইন্সপেক্টর সুজয় দাস ও পলাশ সামন্তর। খবর পাওয়ার পর বাগনান থানার পুলিশ ঘটনাস্থলে এসে উলুবেড়িয়া হাসপাতালে নিয়ে যায় এবং সেখানে সুজয় দাস ও পলাশ সামন্তকে মৃত বলে ঘোষণা করে। এদিকে দুই পুলিশ কর্মী আহত অবস্থায় উলুবেড়িয়া শরৎচন্দ্র মেডিকেল কলেজে ভর্তি করা হয়।