নিউজ ডেস্ক: সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির লাক্ষাদ্বীপ সফরকে কেন্দ্র করে ভারত এবং মালদ্বীপের মধ্যে শুরু হলো বচসা। পরিস্থিতি এতটাই গুরুতর হয়ে যায় যে একদিনের মধ্যেই বহু ভারতীয়রা মালদ্বীপের ভ্রমণ বাতিল করে দিয়েছেন৷ তার উপর সামাজিক মাধ্যমে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অপমান করার জন্য ইতিমধ্যে নিজেদের তিন মন্ত্রীকে সাসপেন্ড করেছে মালদ্বীপ সরকার৷
কিছু দিন আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লাক্ষাদ্বীপ সফরে যান। সেখানেই হয় ঘটনা সূত্রপাত, সেই সফরে তিনি সেখানকার প্রাকৃতিক সৌন্দর্য এবং বিভিন্ন সামুদ্রিক বিনোদনের ছবি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করেছিলেন৷ এর পরেই লাক্ষাদ্বীপ নিয়ে দেশ-বিদেশের সবাইকার কৌতূহল বেড়ে যায়৷
বিশেষজ্ঞরা দাবি, প্রধানমন্ত্রীর এই সফরে যাওয়ার প্রধান উদ্দেশ্য ছিল, মালদ্বীপকে চাপে ফেলা। বলে রাখা দরকার, গত বছরে মালদ্বীপের নতুন জোট সরকার ক্ষমতায় আসার পর থেকেই নয়াদিল্লির সঙ্গে মালদ্বীপের সম্পর্কের অবনতি হয়েছে৷