ISF এর প্রতিষ্ঠাদিবসের অনুষ্ঠানের অনুমতি খারিজ করলো হাইকোর্ট


নিউজ ডেস্ক: আইএসএফের (ISF) প্রতিষ্ঠাদিবসের অনুষ্ঠান ভিক্টোরিয়া হাউজের সামনে করার অনুমতি খারিজ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে। আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর দলের প্রতিষ্ঠাদিবস ২১ জানুয়ারি। যার জন্য, ভিক্টোরিয়া হাউজের সামনে পালন করতে চেয়েছিলেন তাঁরা। কিন্তু পুলিশের অনুমতি না পেয়ে আদালতে গিয়েছিলেন তিনি। তবে কলকাতা হাইকোর্টের একক বেঞ্চের দাবি, আইএসএফ শর্তসাপেক্ষে ওই সভা করতে পারে। এরপরই ডিভিশন বেঞ্চে যায় রাজ্য ও সেখানেই আর্জি খারিজ হয়ে যায় নাওশাদের।

প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের স্পষ্ট নির্দেশ, নওশাদদের সভা ওই দিন ভিক্টোরিয়া হাউজের সামনে করা যাবে না। আসলে গতবছর আইএসএফের প্রতিষ্ঠাদিবসের অনুষ্ঠান রানি রাসমণি রোডে অনুষ্ঠিত হয়। সেখানেই শুরু হয় তুমুল গন্ডগোল। 

 প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম বলেন, "কার র‌্যালি সকালে। আপনারা তো সব সামলাতে পারেন। শর্ত আরোপ করা হয়েছে। তাহলে সমস্যা কোথায়? আপনারা আগের বছরের কথা ভেবে আশঙ্কা প্রকাশ করেছেন।" নওশাদের আইনজীবীকে প্রধান বিচারপতির প্রশ্ন, "আপনারা কি অন্য কোথাও এই সভা করতে চান?" জবাবে আইনজীবী জানান, “আমরা নিজেরা ভিডিয়োগ্রাফিও নিজেরাই করতে চাইছি। অন্য কোনও জায়গায় কেন যাব? রাজ্য ওই জায়গাতেই কেন করতে দিচ্ছে না? যেহেতু শাসকদল ওখানে সভা করে তাই অনুমতি দেওয়া হচ্ছে না।"

প্রধান বিচারপতির আরও বলেন, ওইদিন সেখানে ম্যারাথন আছে। সেসব অনুষ্ঠানের চেয়ে ম্যারাথন গুরুত্বপূর্ণ। রাজ্য সচেতন না হতে পারে, কিন্তু আদালত সচেতন।

Priyanka Dey

প্রিয়াঙ্কা দে । আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা । পরে খেলাধুলা নিয়ে মিডিয়া জগতে প্রবেশ। বর্তমানে DNN বাংলার ও KKR এর কনটেন্ট টিমে কর্মরত।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন