KOLKATA BOOK FAIR কলকাতা বইমেলার জন্য শুরু করা হবে স্পেশ্যাল মেট্রো সার্ভিস



নিউজ ডেস্ক : আর কয়েকদিন পরেই শুরু হয়ে যাবে কলকাতা বইমেলা। এই দিনগুলিতে প্রত্যেক বছরই বইপ্রেমীদের ভিড় লেগেই থাকে। তাই সকলের যাতে কোনো অসুবিধা না হয় তাঁর জন্য কিছুদিন আগে বিশেষ বাসের ব্যবস্থা করেছিল রাজ্য সরকার। এবার আবার স্পেশ্যাল মেট্রো সার্ভিস ঘোষণা করল মেট্রোরেল কর্তৃপক্ষ। একটি বিজ্ঞপ্তির দ্বারা মেট্রো রেলের তরফ থেকে জানানো হয়েছে যে আগামী ১৮ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত ইস্ট -ওয়েস্ট করিডোরে অতিরিক্ত পরিষেবা দেবে কলকাতা মেট্রো রেল।

অর্থাৎ সোমবার থেকে শনিবার পর্যন্ত ১০৬টি রেল চলার বদলে চলবে ১২০টি মেট্রো। সকাল ৬টা ৫৫ মিনিটে ছাড়বে প্রথম মেট্রো ও রাত ১০টা পর্যন্ত মিলবে পরিষেবা। শুধু তাই নয়, যেহুতু দুপুর থেকে বিকেলেই মূলত ভিড় হবে, তার জন্য দুপুর ২টো ৫৫ মিনিট থেকে ৯টা ১৯ মিনিট পর্যন্ত ১২ মিনিটের অন্তর ট্রেন চালানোর কথা জানিয়েছে রেল। এছাড়াও বইমেলা কদিন রবিবারও চলবে স্পেশ্য়াল ট্রেন। জানা গিয়েছে, এই দিনগুলিতে দপুর ১২টা ৫৫ মিনিট থেকে রাত্রি ১০টা পর্যন্ত চলবে মেট্রো। তার মধ্যে দুপুর ২টো ৫৫ মিনিট থেকে রাত্রি ৯টা ১৯ মিনিট পর্যন্ত ১২ মিনিটের ব্যবধানে চলবে মেট্রো। বিশেষ বাস পরিষেবার পাশাপাশি স্পেশাল মেট্রো ট্রেনের ব্যবস্থা করার ফলে বইমেলায় ভিড় আরও বেশি আশা করা যাচ্ছে এবছর।

Priyanka Dey

প্রিয়াঙ্কা দে । আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা । পরে খেলাধুলা নিয়ে মিডিয়া জগতে প্রবেশ। বর্তমানে DNN বাংলার ও KKR এর কনটেন্ট টিমে কর্মরত।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন