নিউজ ডেস্ক: এবার থেকে কলকাতা মেট্রোয় QR কোড দিয়ে টিকিটিং সিস্টেম চালু হলো গ্রিন লাইনে। এদিন কলকাতা মেট্রোর তরফ থেকে একটি ট্যুইট করে বলা হয়েছে যে ফুলবাগান, বেঙ্গল কেমিক্যাল, সল্টলেক স্টেডিয়াম এবং সিটি সেন্টার স্টেশনগুলিতে এই সিস্টেম চালু হয়েছে। মোট ৮টি স্টেশনে এই সুবিধা রয়েছে। অন্যদিকে, কলকাতা মেট্রো এবং লোকাল ট্রেনের ‘মিটিং পয়েন্ট’ দমদম ক্যান্টনমেন্ট স্টেশন হতে চলেছে।
কলকাতা মেট্রোর কর্তৃপক্ষ জানিয়েছেন, নোয়াপাড়া-বারাসত (ভায়া বিমানবন্দর) মেট্রোর অন্যতম গুরুত্বপূর্ণ স্টেশন হতে চলেছে দমদম এই ক্যান্টনমেন্ট স্টেশন। এই স্টেশনে দুটি প্ল্যাটফর্ম থাকবে। যাতে যাত্রীরা সহজেই ওঠানামা করতে পারেন। ওই স্টেশনে পর্যাপ্ত সংখ্যক টিকিট কাউন্টার, বসার জায়গা, ফার্স্ট-এড রুম, শৌচাগার, ডিজিটাল ডিসপ্লে বোর্ড থাকবে। এদিন নোয়াপাড়া-বারাসত মেট্রো প্রকল্পের প্রথম পর্বে নোয়াপাড়া থেকে বিমানবন্দর পর্যন্ত অংশের কাজ অনেকটাই এগিয়েছে। তবে প্রকল্পের প্রথম পর্যায়ে বিমানবন্দর মেট্রো স্টেশনের কাঠামো তৈরির কাজ ইতিমধ্যেই সী হয়েছে। নোয়াপাড়া থেকে দমদম ক্যান্টনমেন্ট পর্যন্ত অংশে মেট্রোপথের নির্মাণকাজ ও প্রায় শেষের পথে। আশা করা যায় খুব তাড়াতাড়ি মেট্রো পরিষেবা শুরু হবে ওই লাইনে।