KOLKATA: বিশেষ বাস পরিষেবার ব্যবস্থা করা হলো কলকাতা বইপ্রেমীদের জন্য

 


নিউজ ডেস্ক: বাঙালির শীতকাল মানেই মেলার আমেজ। গঙ্গাসাগর মেলার পাশাপাশি এবার শুরু হচ্ছে কলকাতা বইমেলা। প্রতি বছরই এই মেলায় এসে উপস্থিত হন হাজার হাজার বই প্রেমী। তাই আগত যাত্রীরা যাতে সময় মতো পরিষেবা পায় তার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে। এদিনই কসবা পরিবহণ অফিসে সাংবাদিক বৈঠক রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়, করুণাময়ী এবং ময়ূখ ভবনের নিকটে দু’টি বাসস্ট্যান্ড থেকে কলকাতা এবং শহরতলির বিভিন্ন প্রান্তে বাস পরিষেবা চালু করা হচ্ছে। পাশাপাশি বিশেষ বাস পরিষেবা সম্পর্কে বইমেলার সকল গুরুত্বপূর্ণ স্থানে বইপ্রেমীদের অবহিত করার জন্য ব্যাপকভাবে প্রচার করার কথা বলা হয়েছে। জানা গেছে, বিকেল ৩টে থেকে রাত ৯টা পর্যন্ত পাওয়া যাবে এই বিশেষ বাস পরিষেবা। বিধাননগর পুলিশের সঙ্গে পরামর্শ করেই চলবে সব বাস।

এমনকি এ বছর ক্যাব পরিষেবা প্রদান করার জন্য সুনিশ্চিত পিকআপ পয়েন্টের ব্যবস্থা করা হবে বিধাননগর সুইমিং পুলের পাশে। উল্লেখ্য, আগামী ১৮ তারিখ থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত প্রতিদিন অন্তত ২০০টি বিশেষ বাস বইমেলা উপলক্ষে চলবে।

Priyanka Dey

প্রিয়াঙ্কা দে । আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা । পরে খেলাধুলা নিয়ে মিডিয়া জগতে প্রবেশ। বর্তমানে DNN বাংলার ও KKR এর কনটেন্ট টিমে কর্মরত।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন