নিউজ ডেস্ক: কলকাতার ফুটপাথে চলাচল করতে অসুবিধা হয় সাধারণ মানুষদের। কারণ প্রায়ই হকাররা ফুটপাত দখল করে ব্যবসা করে। তার জন্য, কলকাতা হাইকোর্টের রায় নিয়ে হকারদের একসারিতে নিয়ে এসে ফুটপাতের বাকি অংশ খালি করার কাজ করতে শুরু করেছিল কলকাতা পুরসভা। কিন্তু, তাতেও কোনো লাভ হয়নি। কিছুদিন পর আবার ফুটপাথ দখল করে নেয় তাঁরা। শুধু ধর্মতলাই নয়, এবারে এই অভিযোগ ওঠে কলকাতার কলেজ স্ট্রিটে। সেখানে আগামী ১৫ দিনের মধ্যে দখল হওয়া ওই ফুটপাথগুলি খালি করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।
বলা যায় যে রাস্তা দখল করে হকারডের এই রাজত্ব একদম এই পছন্দ না কলকাতা হাইকোর্টের। যার জন্য প্রায় কলকাতা পুরসভাকে নানা সময়ে কলকাতা হাইকোর্টের জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হয়। তার জেরেই গড়িয়াহাট, লেক মার্কেট–সহ কলকাতার নানা জায়গায় হকারদের একসারিতে নিয়ে এসে ফুটপাত খালি করা হয়। কিন্তু তাতেও তেমন লাভ হচ্ছেনা কারণ শহরের অন্যান্য এলাকায় এরম ফুটপাথ দখল করার খবর প্রায় আসছে।