LOCAL TRAIN- ২১ জানুয়ারি হাওড়া স্টেশনে বাতিল একাধিক ট্রেন ; জেনে নিন কোন কোন ট্রেন বাতিল রয়েছে

 


নিউজ ডেস্ক : হাওড়া স্টেশনের ১৫ নম্বর প্ল্যাটফর্মে কাজ শুরু হওয়ার জন্য একগুচ্ছ লোকাল ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে রেল। সদ্য রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ২১ জানুয়ারি হাওড়ায় পাওয়ার ব্লক থাকবে, যার ফলে মেচেদা, পাশকুড়া শাখায় একাধিক লোকাল ট্রেন বাতিল হবে। 

দেখে নিন আপ লাইনে বাতিল থাকছে কোন কোন ট্রেন

• 38303 হাওড়া-মেচেদা লোকাল

•38421 হাওড়া-পাঁশকুড়া লোকাল

•38425 হাওড়া- পাঁশকুড়া লোকাল

•38435 হাওড়া- পাঁশকুড়া লোকাল

•38441 হাওড়া- পাঁশকুড়া লোকাল

•38317 হাওড়া- পাঁশকুড়া লোকাল

•38449 হাওড়া- পাঁশকুড়া লোকাল

•38451 হাওড়া- পাঁশকুড়া লোকাল


ডাউন লাইনে বাতিল-  

•38308 মেচেদা- হাওড়া লোকাল

•38312 মেচেদা- হাওড়া লোকাল

•38436 পাঁশকুড়া- হাওড়া লোকাল

•38440 পাঁশকুড়া- হাওড়া লোকাল

• 38450 পাঁশকুড়া- হাওড়া লোকাল

•38456 পাঁশকুড়া- হাওড়া লোকাল

 এদিকে আবার সাঁতরাগাছি স্টেশন থেকে রুট বদলাচ্ছে যে সব ট্রেনের তা হলো

•38306 মেচেদা- হাওড়া লোকাল

•38408 পাঁশকুড়া- হাওড়া লোকাল

•38412 পাঁশকুড়া- হাওড়া লোকাল

•38414 পাঁশকুড়া- হাওড়া লোকাল

•38104 উলুবেড়িয়া- হাওড়া লোকাল

•38808 মেদিনীপুর- হাওড়া ফাস্ট লোকাল

•38418 পাঁশকুড়া- হাওড়া লোকাল

•38422 পাঁশকুড়া- হাওড়া লোকাল

•18034 ঘাটশিলা- হাওড়া মেমু এক্সপ্রেস

•38403 হাওড়া- পাঁশকুড়া লোকাল

•38103 হাওড়া-উলুবেড়িয়া লোকাল

•38409 হাওড়া- পাঁশকুড়া লোকাল

•38105 হাওড়া-উলুবেড়িয়া লোকাল

•38417 হাওড়া- পাঁশকুড়া লোকাল

প্রসঙ্গত, হাওড়ার মতো গুরুত্বপূর্ণ স্টেশনে বারবার ট্রেন বাতিল বা রুট বদলের ফলে প্রায় অসুবিধায় পড়েন নিত্যযাত্রীরা। তার উপর ওই শাখার ট্রেন চলে প্রায় ঘন্টা দেড়েক দেরিতে। সব মিলিয়ে ভোগান্তির শেষ নেই যাত্রীদের।

Priyanka Dey

প্রিয়াঙ্কা দে । আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা । পরে খেলাধুলা নিয়ে মিডিয়া জগতে প্রবেশ। বর্তমানে DNN বাংলার ও KKR এর কনটেন্ট টিমে কর্মরত।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন