নিউজ ডেস্ক : হাওড়ার মেন লাইন অর্থাৎ শেওড়াফুলি-আরামবাগ শাখার যাত্রীদের জন্য সুখবর। কারণ খুব শিগ্রহী মেন লাইনে বাড়তে চলেছে লোকাল ট্রেনের গতি। শেওড়াফুলি আরামবাগ শাখায় ট্রেনের গতিবেগ বর্তমানে ৮০ কিমি প্রতি ঘণ্টা। যার ফলে ১৫ টি স্টেশন পার করতেই ১ ঘন্টার বেশি সময় লেগে যায় যাত্রীদের।
কিন্তু যাত্রীদের সুবিধার্থে ট্রেনের গতিবেগ বাড়ানোর কথা বলেছে রেল। জানা যাচ্ছে শেওড়াফুলি আরামবাগ লাইনের ট্রেনগুলি এবার থেকে ছুটবে ১২০ কিমি প্রতি ঘণ্টার স্পিডে। বুধবার দুপুরে তারকেশ্বর থেকে ৮ কামরার একটি ছোট ট্রেন শেওড়াফুলির স্টেশনে উদ্দেশ্যে ট্রায়াল রান সফল ভাবে সম্পন্ন করে। সেটি মাত্র ২৭ মিনিটে ৩৪ কিলোমিটার রাস্তা অতিক্রম করে গন্তব্যে পৌছায়।
রেল সূত্রে জানা যায়, ট্রেনের সর্বাধিক গতি ছিল ১২৫ কিলোমিটার ও গড় গতিবেগ ছিল ঘন্টায় ১০০ কিলোমিটার। পাশাপাশি এদিনের ট্রায়াল রান সফল ভাবে সম্পন্ন হয়েছে বলেও জানা গিয়েছে।