নিউজ ডেস্ক: ৭৫ তম প্রজাতন্ত্র দিবসের দিনে হাওড়া স্টেশনের ৭নম্বর প্ল্যাটফর্ম থেকে প্রথম ‘অ্যালস্টম’ UMU কামরা চালু করা হল। দেশের এই বিশেষ রেক বিশিষ্ট কামরার ট্রেন শুক্রবার দুপুর ৩ টা নাগাদ যাত্রা শুরু করে। জানা যাচ্ছে, এই কামরাগুলিতে যাত্রী আসনের পিছনে বিভিন্ন ধরণের চিত্র আঁকা হয়েছে। কামরার বাইরের দেওয়াল জুড়ে রয়েছে জাতীয় পতাকার রঙে দেশনায়ক নেতাজি সহ বিপ্লবী ভগৎ সিং কে প্রজাতন্ত্র দিবসের ভাবনা। এদিন নতুন কামরা উদ্বোধন উপলক্ষে যাত্রীদের পূর্ব রেলের তরফ থেকে লাড্ডু ও মিষ্টি বিতরণ করা হয়েছে।
যাত্রী স্বাছন্দ ও সুরক্ষার কথা মাথায় রেখে এই কামরাগুলিতে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। এছাড়াও রয়েছে ডিসপ্লে বোর্ড। হাওড়া বিভাগের মুখ্য প্রবন্ধক সঞ্জীব কুমার বলেন, "বারো কামরার অ্যালস্টম রেক হাওড়া বিভাগে প্রথম চালু করা হল। এই কামরাগুলো সম্পূর্ণ স্টিল দিয়ে তৈরি। যার দরুণ অনেক বেশি মজবুত ও অগ্নিনিয়ন্ত্রক হয়। এতে ‘এয়ার স্প্রিং’ ব্যবস্থা থাকার জন্য যাত্রাকালীন অভিজ্ঞতা অনেক সুবিধা হবে। এই রেকের সবকটি কামরাতে সিসিটিভি ক্যামেরা ও মহিলা কামরাতে ‘প্যানিক বটন’ দেওয়া হয়েছে।কোনও বিশেষ পরিস্থিতিতে ওই বটনের মাধ্যমে মহিলা যাত্রীরা সরাসরি মোটম্যানের সঙ্গে কথা বলতে পারবেন। আগামীদিনে যে নতুন রেক আসবে তাতে এই ধরণের ব্যবস্থা রাখা হবে।"