জলপাইগুড়ির LPG বটলিং প্ল্যান্টে সম্পূর্ণ বন্ধ রান্নার গ্যাস রিফিলিংয়ের কাজ


নিউজ ডেস্ক :  রান্নার গ্যাস রিফিলিংয়ের কাজ সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছে জলপাইগুড়ির রানিনগরে ইন্ডিয়ান অয়েল LPG বটলিং প্ল্যান্টে। কারণ সেখানে বন্ধ রয়েছে লরি চলাচল। ফলে মঙ্গলবার থেকে সেখানকার বিভিন্ন জায়গায় গ্যাস সহ সিলিন্ডার আর পৌঁছাবে না ডিস্ট্রিবিউটরদের কাছে। এর জেরে চরম ভোগান্তিতে পড়তে পারে উত্তরবঙ্গের মানুষ। এদিন তৃণমূল ইন্ডাস্ট্রিয়াল স্টেট ওয়ার্কার্স ইউনিয়নের অ্যাডভাইজার কৃষ্ণ দাস অভিযোগ করেন, ট্রান্সপোর্ট মালিকেরা পিএফ এবং ইএসআই এর অর্থ প্রদান না করার কারণে গাড়িচালকদের এই বিক্ষোভ। গত পাঁচ বছর আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে একটি বৈঠক হয়। ইএসআই এবং পিএফ গাড়িচালকদের দিতে হবে এ নিয়ে একটি চুক্তিপত্র করা হয়। সেখানে এইসব সুবিধার কথা উল্লেখ ছিল। পাঁচ বছর আগের চুক্তি আজ থেকে দু মাস আগে শেষ হয়ে গিয়েছে। কিন্তু বর্তমানে নতুন করে চুক্তি হয়নি। ফলে গাড়ি চালকদের কোনও নিরাপত্তা নেই। 

তবে তৃণমূল শ্রমিক সংগঠনের জেলা সভাপতি রাজেশ লাকড়ার দাবি, "ওই সংগঠন ভুয়ো। কেউ একজন নিজের স্বার্থপূরণের জন্য এই ধর্মঘট করেছে। তাই তিনি বিষয়টি নিয়ে প্রশাসনকে কড়া পদক্ষেপ নিতে বলেছেন।" এর পাল্টা জবাবে কৃষ্ণ দাসও জানান, তাঁদের ইউনিয়ন আইন মেনেই করা হয়েছে। তাঁরা শ্রমিকদের স্বার্থে কাজ করেন। মালিক পক্ষের হয়ে দালালি করেন না।  গ্যাস ডিস্ট্রিবিউটর অ্যাসোসিয়েশনের সম্পাদক কৌশিক সরকার বলেন, " উত্তরবঙ্গে অন্তত ১ কোটি গ্রাহক রয়েছেন। এখানে প্রতিদিন ৪০ হাজার সিলিন্ডার রিফিল হয়। সঙ্গে সঙ্গে তা বেরিয়ে যায়। কিন্তু গতকাল বিকেল থেকে ফাঁকা সিলিন্ডার বোঝাই গ্যাসের গাড়িগুলি প্ল্যান্টে যেতে না পারায় রিফিলিং বন্ধ। ফলে গত ২৪ ঘণ্টা ধরে গ্যাস ডিলারদের ঘরে যাচ্ছে না। সমস্যার মধ্যে পড়তে হবে মানুষজনদের। তৃণমূলের এক দাদার নির্দেশে এইসব হচ্ছে। এর আগেও কয়েকবার এই প্ল্যান্ট বন্ধ ছিল। তাই বিষয়টি নিয়ে আমরা মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করছি।"

Priyanka Dey

প্রিয়াঙ্কা দে । আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা । পরে খেলাধুলা নিয়ে মিডিয়া জগতে প্রবেশ। বর্তমানে DNN বাংলার ও KKR এর কনটেন্ট টিমে কর্মরত।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন