নিউজ ডেস্ক: ক্যালেন্ডারের পাতা উল্টালেই নতুন মাস ফেব্রুয়ারি আর মাধ্যমিক পরীক্ষার সূচনা। তাই পরীক্ষা চলাকালীন বাড়তি নজরদারিতে জোর দেওয়ার নির্দেশ দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। শিক্ষক ঘাটতি মেটানোর জন্য বড় সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আসলে পরীক্ষায় নকল করা ঠেকাতে এবং পরীক্ষা স্বচ্ছ রাখতেই এমন পদক্ষেপ গ্রহণ কারা হচ্ছে। সেই জন্য পরীক্ষাকেন্দ্র এর সংলগ্ন পার্শ্ববর্তী স্কুলগুলির শিক্ষক–শিক্ষিকাদের বাড়তি নজরদারির দায়িত্ব দেওয়া হবে। বাধ্যতামূলকভাবে তাঁদের সেই নজরদারির দায়িত্ব পালন করতে হবে ।
তবে , পার্শ্ববর্তী স্কুলগুলি থেকে যাদের এই দায়িত্ব দেওয়া হবে তারা সেটিকে কোনো ভাবে অস্বীকার করতে পারবেন না। স্কুলগুলিকেও বাধ্যতামূলকভাবে শিক্ষক–শিক্ষিকাদের অন্য স্কুলে নজরদারির দায়িত্বে পাঠাতে হবে। মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে এমনটাই জানানো হয়েছে একাধিক জেলার স্কুল পরিদর্শকদের। নিয়োগ দুর্নীতি কাণ্ডে নাম জড়িয়েছে শিক্ষা দফতরের যার জন্য চাকরি বাতিল হয়েছে অনেকের। একাধিক জায়গায় শিক্ষক সংকট থাকায় এমন পদক্ষেপ গ্রহন করল মধ্যশিক্ষা পর্ষদ।
মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে জানা যাচ্ছে যে ২০২৩ সালের মাধ্যমিকের একাধিক উত্তরপত্রের মূল্যায়নে বড় ত্রুটি ধরা পড়ে ছিল। তাই ওই ঘটনার যাতে পূর্ণরায়ে না ঘটে তার জন্য এই সিদ্ধান্ত গ্রহণ করেছে মধ্যশিক্ষা পর্ষদ। গতবছরের তুলনায় চলতি বছরে ১৫০ জনের বেশি শিক্ষক–শিক্ষিকাকে মূল্যায়নের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে ৷ অপরদিকে সময়সূচি অনুযায়ী, আগামী ২ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে ২০২৪ -এর মাধ্যমিক পরীক্ষা যা শেষ হবে ১২ ফেব্রুয়ারি । সুতরাং এই পরীক্ষার দিনগুলিতে নজরদারি বাড়াতে হবে বলে নির্দেশ দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। গত বছরের তুলনায় এই বছর ৩ লক্ষ পরীক্ষার্থী বেড়েছে । মধ্যশিক্ষা পর্ষদের নির্দেশিকা অনুযায়ী, আগামী ২২ জানুয়ারি থেকে বিভিন্ন স্কুলগুলি পর্ষদের ক্যাম্প অফিসগুলি থেকে অ্যাডমিট কার্ড সংগ্রহ করতে পারবে। এবং ছাত্রছাত্রীরা ২৪ জানুয়ারি থেকে স্কুলগুলি অ্যাডমিট কার্ড সংগ্রহ করতে পারবে।