নিউজ ডেস্ক: লোকসভা নির্বাচনের আগে এই প্রথমবার নতুন ভোটারদের সচেতন করার জন্য এবং অন্যান্য ভোটারদের মধ্যে উৎসাহ বাড়ানোর জন্য মডেল পুলিং ষ্টেশনের প্রদর্শন করা হলো মালদা জেলা বইমেলায়। জানা গেছে, ভোট দিয়েছেন অঙ্কিতা সাহা, ঋতিকা মার্ডিরা। একেবারে ইভিএম মেশিনের দ্বারা তাঁরা এই ভোটদান করেছেন।
এই ভাবে প্রথমবার বোতাম টিপে ভোট দিয়ে খুশি হয়েছেন কলেজ পড়ুয়ারা। তাদের কথায়, "এবার আমাদের নতুন ভোট হয়েছে। বইমেলায় এসে ভোট দিতে পারব সেটা ভাবতেই পারিনি। হাতে কলমে ভোট দেওয়া শিখলাম। খুব ভালো লাগল। সামনেই লোকসভা নির্বাচন। মাস কয়েক পরেই বুথে গিয়ে ভোট দেব। তার আগে শেখা হল"।
যদিও নতুন ভোটারদের ইভিএম এর সাথে পরিচিত করতে, ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় চালু করা হয়েছে ইভিএম প্রদর্শন কেন্দ্র। গ্রামে গ্রামে ঘুরে বোঝাচ্ছেন নির্বাচন কমিশনের ভ্রাম্যমান গাড়ি। পাড়ায় পাড়ায় গিয়ে বিভিন্ন দলের কর্মীরাও বোঝাচ্ছেন ভোটদান কিভাবে করতে হয়।