নিজস্ব সংবাদদাতা: বর্ধমানের প্রশাসনিক বৈঠক সেড়ে ফেরার পথে ডানকুনিতে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ সকালেই হাওড়া ডুমুরজলা স্টেডিয়াম থেকে কপ্টারে করে বর্তমানে পৌঁছন মুখ্যমন্ত্রী।
তারপর সেখান থেকে একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন তিনি। দুপুর গড়াতেই আবহাওয়ার পরিবর্তন হয়। শুরু হয় ঝিরিঝিরি বৃষ্টি, আবহাওয়া খারাপ থাকায় সড়ক পথে ফিরতে হয় মুখ্যমন্ত্রীকে।
জাতীয় সড়ক ধরে কলকাতায় ফেরার পথে ডানকুনি টোল প্লাজার কাছে হুগলী গ্রামীণ জেলা পুলিশের পুলিশ সুপার কামনাসিষ সেনের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী। উপস্থিত ছিলেন স্থানীয় তৃণমূল বিধায়ক স্বাতী খন্দকার, দিলীপ যাদব, পুর-প্রধান হাসিনা শবনম সহ অন্যান্য নেতৃবৃন্দ।