MANKUNDU : ফের রেললাইনে ফাটল ধরা পড়লো মানকুন্ডু স্টেশন


নিউজ ডেস্ক: আজ, রবিবার সকাল ৯টা ১৫ মিনিট নাগাদ হাওড়া–ব্যান্ডেল লাইনের মানকুন্ডু স্টেশনের ডাউন একনম্বর রেল লাইনে ফাটল দেখা গেল। শেওড়াফুলি স্টেশনের কিছুটা পরেই মানকুণ্ডু স্টেশন। সেখানেই ফাটল দেখা দেওয়ার পরই এই খবর সর্বত্র ছড়িয়ে পড়ে। রেল অফিসাররা এবং রেল কর্মীরাও খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন । তারপরই শুরু করা হয় লাইন মেরামতির কাজ। এই ঘটনার জেরে হাওড়া–ব্যান্ডেল শাখায় ট্রেন চলাচল সাময়িক ভাবে থমকে যায়। যার জন্য ২ নম্বর রিভার্স লাইন দিয়ে ট্রেন চলাচল করানো হয় । ফাটল মেরামতের পর ৩০ কিলোমিটার গতিবেগে ডাউন লাইন দিয়ে ট্রেন চালানো হয়।

এদিকে সেই সময় অসুবিধার সম্মুখীন হতে হয় যাত্রীদের। কারন আজ রবিবার তার সাথে আজ মকর সংক্রান্তি। এই ছুটির দিন কাটানোর জন্য অনেকেই বিভিন্ন স্থানে বেড়াতে বেরিয়েছেন। রেল কর্মীরা জানান, ঠান্ডার কারণে ট্রেন চলাচলের সময় লোহার ট্রাকে টান পরেই ফাটল ধরে। শেওড়াফুলিতেও ঠিক একইরকম ফাটলের ঘটনা দেখা দিয়েছিল। রেলকর্মী শুকদেব মণ্ডল বলেন, ‘‌লাইনে ফাটলের খবর পেয়ে আমরা ছুটে চলে আসি। আর দ্রুত ইমারজেন্সি প্লেট লাগানো হয়। ট্রেন এখন ধীর গতিতে চলাচল করছে।’‌

অন্যদিকে একাধিক ট্রেন বাতিলের খবর এবং সূচি পরিবর্তনের খবর আগেই বিজ্ঞপ্তি জারি করে রেল দফতরের তরফ থেকে জানানো হয়। রেল সূত্রে খবর, রেলের কাজের জন্য আজ, রবিবার হাওড়া থেকে ৩৭৩১৫, ৩৬৮২৩ ও ৩৬৮২৫ ট্রেনগুলি বাতিল রয়েছে । এছাডাও তারকেশ্বর থেকে বাতিল ৩৭৩২৬ ট্রেনটি। বর্ধমান থেকে বাতিল রয়েছে ৩৬৮৩৮ ও ৩৬৮৪২। ব্যান্ডেল থেকেও বাতিল রয়েছে ৩৭৭৪৯ ট্রেন। কাটোয়া থেকে বাতিল রয়েছে ৩৭৭৪৮ ও ০৩০৯৫ এবং আজিমগঞ্জ থেকে বাতিল রয়েছে ০৩০৯৬ ট্রেনগুলি।

 এরপর ও ট্রেনের সময়সূচি পরিবর্তন করা হয়েছে। ৩৭৩২৮ তারকেশ্বর–হাওড়া লোকাল তারকেশ্বর থেকে বেলা ১১টা ১৫ মিনিটের বদলে বেলা ১১টা ৪৬ মিনিটে ছেড়েছে। ১২৩৩৮ বোলপুর–শান্তিনিকেতন হাওড়া–শান্তিনিকেতন এক্সপ্রেস বোলপুর শান্তিনিকেতন থেকে দুপুর ১টা ১০ মিনিটের বদলে ছাড়ে দুপুর ১টা ৪৫ মিনিটে। আবার ১৩০১৫ / ১৩০১৬ হাওড়া–জামালপুর হাওড়া–কবিগুরু এক্সপ্রেসকে চলার পথে দু’‌দিকেই ২০ মিনিটের জন্য নিয়ন্ত্রিত করা হচ্ছে। এমনকী ১২৩০৪ নয়াদিল্লি–হাওড়া পূর্বা এক্সপ্রেস আসানসোল ডিভিশনে ৪৫ মিনিটের জন্য নিয়ন্ত্রিত করা হয়েছে।

Priyanka Dey

প্রিয়াঙ্কা দে । আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা । পরে খেলাধুলা নিয়ে মিডিয়া জগতে প্রবেশ। বর্তমানে DNN বাংলার ও KKR এর কনটেন্ট টিমে কর্মরত।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন