নিউজ ডেস্ক: হরিহরপাড়া থানার ডল্টনপুর নতুনপাড়া আইসিডিএস সেন্টারে নিম্নমানের মিড ডে মিল দেওয়ার প্রতিবাদে শিক্ষিকাকে ঘেরাও করে বিক্ষোভ শুরু করে অভিভাবকরা। তাঁদের অভিযোগ পুষ্টিকর ও ভালো খাবার দেওয়ার পরিবর্তে বাচ্চাদের অত্যন্ত নিম্নমানের খাবার দেওয়া হচ্ছে। এমনকি বিনা সবজি দিয়েই রান্না হচ্ছে খিচুরি। আরও অভিযোগ, মাঝেমধ্যেই পড়ুয়াদের ডিম দেওয়া হয়না। মিড ডে মিলের পাশাপাশি, পড়ুয়াদের ঠিকমতো পড়াশোনাও করানো হয়না বলেও অভিযোগ করেছেন অভিভাবকরা।
সকল অভিভাবকদের দাবি, ঠিকমতো এই আইসিডিএস সেন্টার চালানো না হলে এই সেন্টার বন্ধ করে দেওয়া হবে।