POLITICS : আইএসএফ (ISF) থেকে তৃণমূলে যোগ দিলেন বহু কর্মী

 

নিউজ ডেস্ক: নির্বাচনের আগে ভাঙড়ে আবারও আইএসএফে (ISF) ভাঙন ধরল। তবে এবারে প্রায় ১০০ জন কর্মী আইএসএফ (ISF) থেকে তৃণমূলে যোগ দিলেন। যা নিয়ে রীতিমতো শোরগোল শুরু বয়েছে রাজনীতিক সভায়।

সামনেই লোকসভা নির্বাচন। কাজেই শেষ প্রস্তুতিতে কোনো দল পিছিয়ে নেই। জোর কদমে চলছে প্রস্তুতি। ঠিক এমন সময় এত বড়ো ধাক্কা লাগলো আইএসএফ এর। এদিকে আবার ইন্ডিয়া জোটের জটের জাল ক্রমেই বাড়ছে। মুখমন্ত্রী একা লড়াইয়ের ডাক দিয়েছেন। তিনি বাংলায় কংগ্রেসকে কোনও আসন ছাড়তে নারাজ। এরইমধ্যে জোটে ঢোকা নিয়ে আবার আইএসএফ বিধায়ক নওশাদ মোল্লা খানিক ইঙ্গিতপূর্ণ মন্তব্য করে বসে আছেন। তবে তৃণমূল থাকলে কোনওভাবেই দলে আসবেন না তা সাফ জানিয়েছেন। না থাকলে ভেবে দেখার কথাও বলা হয়েছে। এমতাবস্থায় ভাঙড়ে আইএসএফের শক্তিক্ষয় যে রাজনৈতিক দুনিয়ায় কত তাৎপর্যপূর্ণ তা সবাই বুঝে গেছে। 

উল্লেখ্য, শনিবার ভাঙড়ের বোদরা অঞ্চলের খড়গাছি এলাকায় তৃণমূল কংগ্রেসের এক সভায় গিয়ে যোগ দেয় আইএসএফ এর কর্মীরা। এদিন সেখানকার বিধায়ক শওকাত মোল্লার হাত থেকে তৃণমূলের পতাকা নেয় তাঁরা। শুধুমাত্র উন্নয়নের জন্য আইএসএফ ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছি বলে দাবি আইএসএফ কর্মীদের।

অন্যদিকে শওকাত মোল্লা বলছেন, নওশাদ সিদ্দিকী আইএসএফ কর্মীদের যে প্রতিশ্রুতি দিয়েছিল তা পূরণে ব্যর্থ। সে কারণে তাঁরা তৃণমূলে যোগ দিয়েছে। আইএসএফ নেতা রাইনুর হক বলেন, ভয় দেখিয়ে কিছু লোক টানছে। ভোট হলে সকলে আইএসএফে ভোট দেবে। মানুষ এখন আইএসএফের সঙ্গে আছে।

Priyanka Dey

প্রিয়াঙ্কা দে । আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা । পরে খেলাধুলা নিয়ে মিডিয়া জগতে প্রবেশ। বর্তমানে DNN বাংলার ও KKR এর কনটেন্ট টিমে কর্মরত।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন