নিউজ ডেস্ক: লোকসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গে 'ইন্ডিয়া' জোট কার্যত অনিশ্চিত। মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগেই একলা চোলো নীতির ঘোষণা করেছেন। তাই আশা করা যাচ্ছে নির্বাচনের আগে কংগ্রেসের সঙ্গে জোট বাঁধছে না তৃণমূল। এর মধ্যেই ভারত জোড়ো ন্যায় যাত্রা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে।
মল্লিকার্জুন খাড়গের জানান, " আমার কাছে খবর রয়েছে, যাত্রায় বাধা সৃষ্টি করতে পার কিছু দুষ্কৃতী। জানি না এটা বাংলার সরকারের ভাবমূর্তি নষ্ট করার জন্য ষড়যন্ত্র করা হচ্ছে কি না। তবে আমার অনুরোধ আগামী কয়েকদিনের এই ভারত জোড়ো ন্যায় যাত্রা রুটের পর্যাপ্ত নির্দেশিকা সরকারের পক্ষ থেকে দেওয়া হোক। একইসঙ্গে যাত্রায় চলাকালীন কোনওভাবে অংশগ্রহণকারী এবং রাহুল গান্ধীর নিরাপত্তা যাতে বিঘ্নিত না হয়, তার জন্য প্রয়োজনীয় বন্দোবস্ত করুন আপনি।"
তিনি চিঠিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে লেখেন, "আমি জানি গান্ধী পরিবারের সঙ্গে আপনার ব্যক্তিগত স্তরে ভালো সম্পর্ক। তাই আপনি নিজেই চাইবেন আপনার রাজ্যে ভারত জোড়ো ন্যায় যাত্রা যাতে কোনও বাধার সম্মুখীন না হয়। সে কারণেই আমি নিজে আপনার কাছে এই অনুরোধটি রাখলাম।"
উল্লেখ্য যে, এর আগে অসমে ভারত জোড়ো ন্যায় যাত্রার উপর একাধিক হামলার খবর এসেছিল। এমনকি দুষ্কৃতীরা সেখানকার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার যাত্রায় হামলা চালিয়েছিল। সেখানেও রাহুল গান্ধীকে বাধার মুখে পড়তে হয়। কাজেই এই ধরণের বিপত্তি যাতে এ রাজ্যে না ঘটে তা উল্লেখ করে পর্যাপ্ত ব্যবস্থা করতে আর্জি জানিয়েছেন মল্লিকার্জুন খাড়গে।