নিউজ ডেস্ক: রবিবার সকালে মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে লোকসভা ভোটের কয়েক মাস আগে নয়া মোড় এনে দিলেন নীতীশ কুমার। তার হাত ধরে আরজেডির সঙ্গে নীতীশের জেডিইউ এর সরকারের পতন হলো এদিন। কিন্তু বিকেলেই আবার শপথ নিয়ে বিজেপির এনডিএর সঙ্গে বিহারে তিনি সরকার গড়লেন। যা নিয়ে হৈচৈ পরে গেছে রাজনীতি দুনিয়ায়। উল্লেখ্য, গত ২০০৫ সাল থেকে রাজনীতিতে নীতীশ এই নিয়ে ৫ বার শিবির বদল করলেন। এই ঘটনাকে কেন্দ্র করে, মল্লিকার্জুন খাড়গে তাঁকে ‘আয়ারাম গয়ারাম’ বলে কটাক্ষ করেন।
এদিকে, বিজেপি প্রেসিডেন্ট জেপি নাড্ডা পাটনা এয়ারপোর্টে সকালে পৌঁছন। জানা যাচ্ছে, বিজেপির সম্রাট চৌধুরী ও বিজয়কুমার সিনহা নীতীশের নয়া মন্ত্রিসভার উপমুখ্যমন্ত্রী হতে চলেছেন। এদিকে, নীতীশ জানান, আরজেডি সহ বিরোধীদের ‘মহাগঠবন্ধন’ জোটের সঙ্গে তাঁর সম্পর্কের অবনতি হওয়াতেই তিনি এই জোট ছাড়লেন। এর আগে, ২০২২ সালে বিজেপির এনডিএর হাত ছেড়ে নীতীশ মহাগঠবন্ধন গড়েছিলেন আরজেডির সঙ্গে। সেই জোট ছেড়ে বেরিয়ে ২০২৪ লোকসভা ভোটের খানিক মাস আগেই নীতীশ এবার চলে গেলেন বিজেপির এনডিএ শিবিরে।