নিউজ ডেস্ক : AAP নেতাদের কথা অনুযায়ী দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করতে পারে ED। বলে রাখা দরকার, দিল্লি আবগারি নীতি সংক্রান্ত মামলায় এখনও পর্যন্ত তিনবার ED তলব করেছে। এবং বারবার সেই তলব এড়িয়ে গিয়েছেন কেজরিওয়াল। এর আগে গত ২ নভেম্বর এবং ২১ ডিসেম্বরও ইডির ডাকে উপস্থিত হননি তিনি।
বুধবার রাতে দিল্লির মন্ত্রী আতিশি লেখেন, "আমরা খবর পেয়েছি, বৃহস্পতিবার সকালে অরবিন্দ কেজরিওয়ালের বাড়িতে ইডি তল্লাশি চালাবে৷ হয়তো গ্রেপ্তারও করা হতে পারে ৷" সুত্র অনুযায়ী, বুধবারই ইডিকে কেজরিওয়াল জানিয়েছেন, রাজ্যসভার নির্বাচন নিয়ে তিনি ব্যস্ত থাকার জন্য কোনো মতেই ২৭ জানুয়ারির আগে তিনি হাজিরা দিতে পারবেন না। এদিকে আজ সকাল থেকে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে নিরাপত্তা বাড়ানো হয়েছে।