নিউজ ডেস্ক: রবিবার সকাল সাড়ে এগারোটা নাগাদ উত্তরবঙ্গে পৌঁছান রাহুল গান্ধী। জলপাইগুড়িতে কর্মসূচি শেষে করে ন্যায় যাত্রার নির্দিষ্ট গাড়ি করে যাওয়ার কথা তাঁর। এদিকে রাহুলের কর্মসূচিকে কেন্দ্র করে যখন ব্যস্ত ছিল কংগ্রেসের কর্মীরা। সেখানে পাহাড়পুরে টিম রাহুলের বাস আটকে দেওয়ার অভিযোগ সামনে এলো।
অভিযোগ উঠেছে, পাহাড়পুর মোড়ে ভারত জোড়ো ন্যায় যাত্রার বাস ঢুকতেই আটকে দেয় পুলিশ। সাফ বলা হয় যে আর আগে যাওয়া যাবে না। এদিকে এদিনই আবার সাব ইন্সপেক্টর পদে নিয়োগের পরীক্ষা রয়েছে। তাই পুলিশের দাবি, বাস আটকানো হয়েছে পরীক্ষার জন্য। অন্যদিকে গতকাল ধূপগুড়ি স্টেশন মোড় কংগ্রেস-রাহুলের পোস্টার ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছিল বিরোধী দলের বিরুদ্ধে। এদিন সকালেও ফিরেছে একই ছবি। রাহুল গান্ধীর পোস্টারে ব্লেড বা ছুরি চালানোর অভিযোগ ওঠে। যাকে কেন্দ্র করে উত্তেজনা জলপাইগুড়ি শহরের ডিবিসি রোডে।