নিউজ ডেস্ক: তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে ইডি অভিযান ঘিরেই সন্দেশখালিতে দুষ্কৃতী অভিযোগ উঠেছে। এদিন তদন্ত করার সময় ইডি,সিআরপিএফ জওয়ান থেকে শুরু করে সংবাদমাধ্যম সবাই আক্রান্ত হয়েছেন এই ঘটনায়। এমন ঘটনা প্রকাশ্যে আসতেই শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে ট্যুইট করেন ও বলেন,''প্রবল চাপের মধ্যেও গুলি না চালিয়ে সংযম দেখিয়েছে সিআরপিএফ। জীবনের ঝুঁকি নিয়ে মাথা ঠান্ডা রেখে পরিস্থিতি সামলেছে সিআরপিএফ। আরেকটা শীতলকুচির মতো ঘটনা ঘটানোর পরিকল্পনা ছিল মমতার। সেই পরিকল্পনা ব্যর্থ করে দিয়েছেন বীর জওয়ানরা"
টুইটের পাশাপাশি এদিন বেলডাঙার সভায় শুভেন্দু বলেন, "পশ্চিমবঙ্গে জঙ্গলরাজ চলছে, উদ্বেগপ্রকাশ করেছেন খোদ রাজ্যপাল। শেখ শাহজাহানের বাড়িতে ইডি যেতেই হামলা চালিয়েছে। আগে থেকে হয়তো খবর পেয়েছিলেন শেখ শাহজাহান, মমতার পুলিশ জানিয়ে দিয়েছিল। খবর পেয়ে পালিয়ে গিয়েছেন তৃণমূল নেতা শেখ শাহজাহান। পশ্চিমবঙ্গে জঙ্গলরাজ চলছে, উদ্বেগপ্রকাশ করেছেন খোদ রাজ্যপাল। শেখ শাহজাহানের বাড়িতে ইডি যেতেই হামলা চালিয়েছে। আগে থেকে হয়তো খবর পেয়েছিলেন শেখ শাহজাহান, মমতার পুলিশ জানিয়ে দিয়েছিল। খবর পেয়ে পালিয়ে গিয়েছেন তৃণমূল নেতা শেখ শাহজাহান" তিনি আরো যোগ করেন,"সবক্ষেত্রে লুঠ করেছে, চোরদের সাফ করতে হবে। মানুষের সঙ্গে প্রতারণা করেছে তৃণমূল,চোরমুক্ত বাংলা গড়তে হবে। তদন্ত করতে এসে আক্রান্ত ইডি, রাজ্যে কোথায় আইনশৃঙ্খলা?"
এদিন শুভেন্দু আরো বলেন, "রাজ্য সরকারের বাধায় কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা পাচ্ছে না রাজ্যবাসী। এই তৃণমূল সরকারকে ক্ষমতা থেকে সরাতেই হবে। মানুষকে টুপি পরিয়ে ভোটে জিতেছে তৃণমূল। ইন্ডি জোটের পিন্ডি চটকে গেছে। জোড়াফুলে ভোট দিয়ে মানুষ এখন আঙুল কামড়াচ্ছে। কেন্দ্র আবাসের টাকা আটকায়নি, আগে তালিকা দাও, তবে টাকা। বিজেপি ক্ষমতায় এলে রাম-রাজ্য হবে, রাম-রাজ্য মানে সুশাসন। এবার ৪০০-র বেশি আসন নিয়ে ক্ষমতায় ফিরবেন মোদি। মুর্শিদাবাদের বিধায়ক জীবনকৃষ্ণ জেলে, বাকিরাও যাবে।"