নিউজ ডেস্ক: লোকসভা নির্বাচনের আগে এবার অভিষেককে নিশানা করলেন বিজেপি দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, ডায়মন্ডহারবারে ভোটে দাঁড়ালে তৃণমূল সেকেন্ড হবে। আর নওশাদ সিদ্দিকি লড়াই করলে অভিষেক থার্ড হবেন। করন জিতবে তো বিজেপি।
ঘটনার সূত্রপাত হয় গত রবিবার ডায়মন্ডহারবারের এক সভায়। যেখানে উপস্থিত ছিলেন স্বয়ং অভিষেক বন্দ্য়োপাধ্যায়ের। সেখানে তিনি দাবি করেন, গত ১০ বছরে ডায়মন্ডহারবারে যত কাজ হয়েছে তা প্রধানমন্ত্রীর কেন্দ্রে হয়নি। যার জবাবে শুভেন্দু অধিকারী বলেন, "শান্তিপূর্ণভাবে ভোটটা হতে দিন। লুঠ না করে গণতান্ত্রিকভাবে ভোটটা করতে দেন। তাহলেই দুধ আর জল আলাদা হয়ে যাবে। চ্যালেঞ্জ স্বীকার করলাম। ডায়মন্ডহারবারে পদ্মফুলে যে প্রার্থী হবে সে ওকে হারাবে। কয়লার টাকা, ঘুষের টাকা, লুটের টাকা বিতরণ করেছে। এই ১৬,৮০০ জন ডোনারের তালিকা চাই। তা না দিলে আয়কর দফতরের কাছে দাবি করবে, ওরা ফেক ডোনার। এটা এক ধরনের ঘুষ। এইভাবে ঘুষ দেওয়ার প্রচাষ্টা অত্যন্ত বিপজ্জনক।"
শুভেন্দুর ওই মন্তব্য নিয়ে তৃণমূলের সদস্য শান্তনু সেন বলেন, "গত ১০ বছরে ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্রকে একটা মডেল লোকসভা কেন্দ্র হিসেবে গড়ে তুলেছেন। ডায়মন্ডহারবারের মানুষ অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়া আর কাউকে চেনে না। আর ঘুষ দেওয়ার প্রসঙ্গে বলি, ওদের তো ধর্মীয় অনুষ্ঠানে কম্বল দেওয়ার নাম করে লোক আনতে হয়। অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁর কর্মীদের সহযোগিতায় মানুষের পাশে দাঁড়ান। আর বিজেপি নেতারা বাংলা থেকে নির্বাচিত হয়ে দিল্লিতে গিয়ে বাংলাকে বঞ্চিত করার জন্য তদবির করে।"