নিজস্ব সংবাদদাতা: আগামি ২২ শে জানুয়ারির পর রামমন্দির দেখতে ইচ্ছুক সকল ভক্তদের সাহায্য করবে বিজেপি কর্মীরা। এমনটাই জানান বিজেপির শীর্ষ নেতৃত্ব। এই বৈঠকে উপস্থিত ছিলেন দলের সাধারণ সম্পাদক সুনীল বানসাল, কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দর যাদব, অশ্বিনী বৈষ্ণব এবং মনসুখ মান্ডাভিয়া এবং আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সহ বেশ কিছু বিজেপি রাজ্য নেতা এবং কয়েকজন সাংসদ।
বৈঠকের পর এক বিজেপি নেতা জানান, "২২ জানুয়ারি অনুষ্ঠানের পর দলীয় কর্মীরা ২৫ জানুয়ারি থেকে ২৫ মার্চ পর্যন্ত রামমন্দির দেখতে ইচ্ছুক ভক্তদের সহায়তা প্রদান করবেন। রামলালার প্রাণ প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানের সঙ্গে যুক্ত সমস্ত অনুষ্ঠানে বিজেপি কর্মীরা অংশ নেবেন।"
প্রসঙ্গত, আগামী ২২ শে জানুয়ারি অযোধ্যায়া রাম মন্দিরের উদ্বোধন হতে চলেছে, যাতে আমন্ত্রিত রয়েছেন বিভিন্ন অভিনেতা, খেলোয়াড় সহ একাধিক বড়ো বড়ো নেতারা।