নিউজ ডেস্ক: কিছুদিন আগে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে নিশানা করে ও বোম মেরে রাম মন্দির উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের নাম তাহার সিং এবং ওমপ্রকাশ মিশ্র বলে জানিয়েছে সেখানকার পুলিশ। কিন্তু মুসলিম পরিচয় দিয়ে তারা ই-মেলে হুমকি দিয়েছিল বলে সূত্রের খবর।
গ্রেফতারের পর পুলিশের জানায়, গত নভেম্বর মাসে দু’জনেই সোশ্যাল মিডিয়া প্ল্যাটর্ফম এক্সে (X) @iDevendraOffice হ্যান্ডেল থেকে একটি টুইট করেছিলেন। যেখানে মুখ্যমন্ত্রী আদিত্যনাথ, এসটিএফ প্রধান অমিতাভ যশ এবং অযোধ্যার রামমন্দিরকে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছিলেন। এরপর থেকেই তদন্তে লাগে এক বিশেষ দল। এবং অনেক তদন্তের পর গত বুধরার লউনউয়ের গোমতী নগরের বিভূতি খণ্ড এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। তদন্তকারী দলের পক্ষ থেকে আরও জানানো হয়েছে যে হুমকি পাঠানোর জন্য তাঁরা VIVO-T2 এবং SAMSUNG GALAXY A-3 ফোন ব্যবহার করেছিল। ধৃতদের ডেরা থেকে একটি ওয়াই-ফাই রাউটার সহ সিসিটিভি ক্যামেরা এবং ভিডিয়ো রেকর্ডার পাওয়া গিয়েছে।
সেখানকার উপ-পুলিশ সুপার প্রমেশ কুমার শুক্লা বলেন, ধৃতরা দেবেন্দ্রকুমার তিওয়ারি নামে একটি ব্যক্তির নির্দেশে কাজ করেছিল। দেবেন্দ্র হলেন ভারতীয় কিষাণ মঞ্চের সদস্য। ধৃত তাহার এবং ওমপ্রকাশ ছিলেন দেবেন্দ্রর হলেন তার ব্যক্তিগত সচিব। সোশ্যাল মিডিয়ায়া কভারেজ পাওয়ার জন্যই তারা হুমকি দিয়েছিল বলে মনে করছে যোগী পুলিশের বিশেষ তদন্তকারী দল।