নিউজ ডেস্ক: রাজ্যে বিভিন্ন স্টেশনে বেআইনি দখলদারদের হটাতে অভিযান শুরু করেছে পূর্ব রেল। পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, শহরতলির বেশ কিছু স্টেশনে প্রায়ই দেখা যায় প্যাসেঞ্জারদের দাঁড়ানোর নির্দিষ্ট জায়গাটুকু থাকেনা। তার একমাত্র কারণ প্রচুর দোকান বেআইনিভাবে স্টেশন ও প্লাটফর্ম চত্বরে গড়ে উঠেছে। এরফলে যাত্রীদের দাঁড়ানোর জায়গা ক্রমশ কমে যাচ্ছে। পূর্ব রেল কর্তৃপক্ষের নজরে এসেছে এই ঘটনা। রেলের তরফে জানানো হয়েছে এই ধরনের ঘটনা কখনই মেনে নেওয়া যায় না।
দেখা গিয়েছে, শিয়ালদহের সাউথ ডিভিশনের স্টেশনগুলি বিশেষ করে পার্ক সার্কাস, সন্তোষপুর, ঢাকুরিয়া, গড়িয়া, সুভাষগ্রাম, সোনারপুর, বারুইপুর-সহ বহু স্টেশনে জবরদখল বাড়ছে। এই অবস্থায় সেখানে যাত্রীদের সমস্যার পাশাপাশি বিপদও বাড়ছে। রেলের আধিকারিকরা মনে করেন, স্টেশন চত্বরের মধ্যে দোকানগুলিতে পণ্যের গুণগত মান ভালো থাকে না অন্যদিকে, সেই দোকানগুলি স্টেশন চত্বরের যাত্রীদের সমস্যা তৈরি করে। রেলের তরফে যাত্রীদের অনুরোধ করা হচ্ছে, তাদের প্রয়োজনীয় জিনিসপত্র যেন স্টেশন চত্বরে এই সমস্ত বেআইনি দোকানগুলি থেকে তারা না কেনেন। এরপরে এ বিষয়ে রেলের তরফে কড়া পদক্ষেপ করা হবে।