সেখ আব্দুল আজিম,১১ই জানুয়ারি: চন্ডীতলা ১নং ব্লকের অন্তর্গত এস এম মেমোরিয়াল ইংলিশ মিডিয়াম স্কুলের ২০২৩-২০২৪ বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল এস এম মেমোরিয়ালের নিজস্ব মাঠে।
সকাল এগারোটা নাগাদ শুরু হয় ক্রীড়া প্রতিযোগিতা। বেশ কয়েকটি ইভেন্টে ছাত্র-ছাত্রীদের উৎসাহ লক্ষ্য করা যায়। খেলার শেষে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অধিকারী ছাত্র-ছাত্রীদের মেডেল পরিয়ে সম্মান প্রদান করা হয়। এই দিন বিশিষ্ট গুণীজন ও সাংবাদিকদের ব্যাচ ও পুষ্পস্তবক দিয়ে সম্মান জানানো হয়।
প্রসঙ্গত মাত্র কয়েক বছরের মধ্যেই এস এম মেমোরিয়াল ইংলিশ মিডিয়াম স্কুলের ছাত্র ছাত্রীর সংখ্যা যেমন বেড়েছে, অপরদিকে বেড়েছে স্কুলের পরিকাঠামো। এদিনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজনের ভুয়াসি প্রশংসা করেন অভিভাবকরা। উপস্থিত ছিলেন এসএম মেমোরিয়াল ইংলিশ মিডিয়াম স্কুলের ডাইরেক্টর ও প্রিন্সিপাল এছাড়াও সমস্ত শিক্ষিকা ছাড়াও যারা অতপ্রত ভাবে জড়িত স্কুলের সাথে সকলেই।
কথা বলেছিলাম ছাত্র-ছাত্রীদের সাথে তারা প্রত্যেকেই ইংরেজিতে সমস্ত প্রশ্ন উত্তর ভালোভাবে দিয়েছে। এস এম মেমোরিয়াল ইংলিশ মিডিয়াম স্কুলের ডাইরেক্টর জানান বিগত কয়েক বছরে তাদের স্কুলে ছাত্রীর সংখা যেমন বেড়েছে, তেমনি বিভিন্ন পরিষেবা তারা দিতে বদ্ধপরিকর। আরও জানালেন আগামীতে এস এম মেমোরিয়াল স্কুলের একটি সুখবর আছে , এলাকার সাধারণ মানুষ ছাত্র-ছাত্রী সকলেই ভীষণ খুশি হবেন যা শুধু সময়ের অপেক্ষা।