নিজস্ব সংবাদদাতা: যেই কোচ আইএসএল ও ডুরান্ড দিল তাঁকেই সরিয়ে দেওয়া হল! মোহনবাগান সুপার জায়ান্ট এদিন তাদের তরুণ কোচ জুয়ান ফেরান্দোর সঙ্গে সম্পর্ক শেষ করল। যার ফলে ক্ষুব্ধ সমর্থকের একাংশl এর আগে ২০২১ সালে অ্যান্তোনিও হাবাসকে সরিয়ে জুয়ান ফেরান্দোকে সই করিয়ে এনেছিল সুপার জায়ান্ট ম্যানেজমেন্ট। তবে তিনি হাবাসের দায়িত্ব খুব ভালো ভাবেই পালন করেছিলেন। তার কোচ হওয়ার পর, প্রথম বারেই দলকে চ্যাম্পিয়ন করেন তিনি। এরপর ডুরান্ড কাপ জেতার পিছনে তার অবদান ছিলl তাঁর মেয়াদকালে মোহনবাগান সুপার জায়ান্ট মোট ৭৭টি ম্যাচ খেলে যার মধ্যে ৪২টি ম্যাচে জিতেছিল দল। হারের মুখ দেখতে হয় মাত্র ২০ বার ও বাকি ১৫টি ম্যাচ ড্র হয়।
এবছর আইএলএসে শেষ তিনটে ম্যাচ হেরেছে মোহনবাগান সুপার জায়ান্ট। তারপর প্লেয়ারদের ছুটিতে পাঠানোয় জুায়ানের উপর ক্ষোভটা আরও বাড়ে সমর্থকদের। অবশেষে লিগের মাঝে জুয়ানকে সরতে হল।