নিউজ ডেস্ক : বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স দেওয়ার পর দেশের দ্বিতীয় সর্বোচ্চ ক্রীড়াসম্মান 'অর্জুন পুরস্কার' পেলেন মহম্মদ শামি। ভারতের মাটিতে বিশ্বকাপ হলেও মাঝ টুর্নামেন্ট থেকে দলে এসে দুর্দান্ত বোলিং করে দলকে বিভিন্ন গুরুত্বপূর্ণ ম্যাচ জিতিয়েছিলেন শামি। তার মধ্যে অন্যতম ছিল সেমি ফাইনাল ম্যাচ। যা এখন "শামি ফাইনাল" নামেও পরিচিত সবার কাছে। সেই পারফরমেন্স এর ভিত্তিতে ৯ জানুয়ারি জাতীয় ক্রীড়াসম্মান প্রদান করা হয়েছে রাষ্ট্রপতি ভবনে ও জাতীয় দলের পেসারকে অর্জুন অ্যাওয়ার্ড তুলে দেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।
এই সম্মান পেয়ে তিনি খুব উচ্ছ্বসিত। যা ধরা পড়লো সোশ্যাল মিডিয়ায় তার লেখার মাধ্যমে। তিনি লিখেছেন, "আজ আমার ভীষণ গর্ব হচ্ছে। আমাকে সম্মানীয় অর্জুন পুরস্কারে ভূষিত করেছেন রাষ্ট্রপতি। এই জায়গায় আসার জন্য় যারা আমাকে সাহায্য় করেছে, আমার ওঠা-পড়ায় পাশে থেকেছে, তাদের সকলকে আমি ধন্যবাদ জানাতে চাই। আমার কোচ, বিসিসিআই, সতীর্থ, স্টাফ, পরিবার ও অনুরাগীদের অনেক ধন্য়বাদ। আমার কঠোর পরিশ্রমকে স্বীকৃতি দেওয়ার জন্য ধন্যবাদ। আমি সবসময় আমার সেরাটা দেওয়ার চেষ্টা করব দেশকে গর্বিত করার জন্য়। আবারও সকলকে অনেক ধন্য়বাদ। অনান্য অর্জুন জয়ীদেরও আমার শুভেচ্ছা।"
উল্লেখ্য, এদিন মোহাম্মদ শামীর সাথে আরও ২৫ ক্রীড়াবিদ এই পুরস্কার পেয়েছেন।