নিউজ ডেস্ক: আজ থেকে শুরু হচ্ছে কলিঙ্গ সুপার কাপ। প্রথম দিনেই মাঠে নামতে চলেছে বাংলার প্রধান দুই দল, ইস্টবেঙ্গল ও মোহনবাগান। তবে একের অপরের বিরুদ্ধে নয়। আপাতত বিরতি চলছে আই এস এল (ISL) এর। দীর্ঘ বিরতির পর যাতে পারফরম্যান্সে উন্নতি হয় ও নিজেদের শক্তি-দুর্বলতা যাচাই করে নেওয়া যায় তার প্রস্তুতি চলবে এই সুপার কাপে।
আজ দুপুর ২টয় ইস্টবেঙ্গলের সামনে নামছে হায়দরাবাদ এফসি। ও সন্ধ্যে ৭.৩০ মিনিটে মোহনবাগান খেলবে আই লিগের ক্লাব শ্রীনিধি ডেকানের বিরুদ্ধে। ইন্ডিয়ান সুপার লিগে বাংলার ডার্বি এখনও হয়নি। তবে সুপার কাপের গ্রুপ পর্বেই মুখোমুখি হবে মোহনবাগান ও ইস্টবেঙ্গল। যার জন্য অপেক্ষা করছে বহু সমর্থক।