নিউজ ডেস্ক: কলকাতা পুরনিগমের নতুন সিদ্ধান্ত স্বাস্থ্য সাথী কার্ড (Swasthya Sathi Card) সংক্রান্ত বিষয়ে। সিদ্ধান্ত অনুযায়ী বেসরকারি হাসপাতালগুলিতে নতুন ফ্লোর বা তল তৈরি করলে সেখানে একটা ‘স্বাস্থ্যসাথী’ ব্লক বাধ্যতামূলকভাবে তৈরি করতে হবে। কোনও স্বাস্থ্যসাথীর কার্ড থাকা রোগীকে কোনো মতে ফোরৎ পাঠানো যাবে না।
এরই সাথে মেয়র অনুমোদনেও ভর্তি কোনও দুঃস্থ রোগীকে ভর্তি করা যাবে এই ব্লকে ৷ এবং যেকোনো জটিল হার্ট সার্জারিতে হাসপাতালের কর্তৃপক্ষের তরফ থেকে এক লক্ষ টাকার বেশি বিল করা যাবে না। এছাড়াও ক্যান্সার আক্রান্ত রোগীদের বিনামূল্যে চিকিৎসা করতে হবে। তবে এটি ছাড়যোগ্য হবে মাসের প্রথম ১০ জন রোগীদের মধ্যে । পরবর্তী রোগীদের ক্ষেত্রে চিকিৎসার ৪০ % রোগীকে ব্যয় করতে হবে এবং বাকি ৬০ % ব্যয় করবে হাসপাতাল কর্তৃপক্ষ। স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে এলে, সেই রোগীর যদি গুরুতর বা জটিল রোগ হয়ে থাকে, তাহলে চিকিৎসার ক্ষেত্রে অধিক গুরুত্ব দিতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ১৯ জানুয়ারি কলকাতা পৌরসভার অধিবেশনে সিদ্ধান্তটি পাশ করানো হবে। এবং বেসরকারি হাসপাতালগুলিকে এই নতুন আইন সমেত নোটিশ পাঠানো হবে বলে খবর।