TENNIS: অস্ট্রেলিয়ান ওপেনে (Australian Open) পুরুষদের ডাবলসের ফাইনালে জয়লাভ রোহন বোপান্নার

 

নিউজ ডেস্ক : ইতিহাস সৃষ্টি করলেন ভারতের টেনিস তারকা রোহন বোপান্না।  ২০২৪ অস্ট্রেলিয়ান ওপেনে (Australian Open) পুরুষদের ডাবলসের ফাইনালে প্রতিপক্ষ  ইটালিয়ান জুটি সাইমন বোলেল্লি এবং আন্দ্রিয়া ভাবাসোরিকে ৬-৭, ৫-৭ ব্যবধানে হারান।

এই জয়ের সাথে টেনিসের ডাবলসে রোহন বোপান্না চতুর্থ ভারতীয় হিসেবে ডাবলসে শীর্ষস্থান দখল করেছেন। তাঁর আগে এই কৃতিত্ব পেয়েছিলেন মহেশ ভূপতি, লিয়েন্ডার পেজ এবং সানিয়া মির্জা।

রোহন বোপান্না ইতিপূর্বে পুরুষদের ডাবলসে কোনও খেতাব নিজের নামে করতে পারেননি। এর আগে তিনি ২০২২ সালে ফরাসি ওপেনের (France Open) এর ফাইনালে উঠেছিলেন। কিন্তু, শেষ ম্যাচে তাঁকে হেরে যেতে হয়েছিল। তবে এই প্রথমবার তিনি অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে উঠেছিলেন। আর সেইসঙ্গে গড়ে ফেলেছেন এক অনন্য ইতিহাসও।

Priyanka Dey

প্রিয়াঙ্কা দে । আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা । পরে খেলাধুলা নিয়ে মিডিয়া জগতে প্রবেশ। বর্তমানে DNN বাংলার ও KKR এর কনটেন্ট টিমে কর্মরত।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন