নিউজ ডেস্ক: সলমন খানের ছবি 'টাইগার থ্রি' এবার আসতে চলেছে ওটিটির দুনিয়ায়। টাইগার সিকুয়েন্স এর এই তিন নম্বর ছবিকে ঘিরে দারুন উন্মাদনা দেখা দিয়েছিল দর্শকদের মধ্যে। এমন খবর পাওয়া গেছিল যে সালমান খানের ভক্তরা হলের মাঝেই বাজি ফাটাতে শুরু করে দিয়েছিলেন। এবার সেই উন্মাদনা আরও ছড়িয়ে পড়বে ওটিটির হাত ধরে।
সূত্র অনুযায়ী, অ্যামাজন প্রাইম ভিডিয়োতে (Amazon Prime) মুক্তি পাবে 'টাইগার থ্রি'। যদিও তারিখ এখনো সঠিকভাবে জানানো হয়নি। কিন্তু আশা করা যাচ্ছে খুব শীঘ্রই দর্শকরা দেখতে পাবেন এই সিনেমাটি।
এদিন, অ্যামাজন প্রাইম ভিডিয়োর সোশ্যাল মিডিয়ার হ্যান্ডেলে 'টাইগার থ্রি'র পোস্টার শেয়ার করে লেখা হয় 'কামিং সুন'।