এদিনের দলবদলের নেতৃত্ব দেন তৃণমূল পরিচালিত বিষ্ণুপুর পঞ্চায়েত সমিতির প্রাক্তন সহ সভাপতি শমীক পাল ও সিপিএম এর প্রাক্তন লোকাল কমিটির সদস্য দয়াময় সিংহ। আর তাঁদের হাত ধরেই একশোটি পরিবার দলবদল করেন।
লোকসভা নির্বাচনের ঠিক আগে এই বিশাল যোগদান পর্ব বিজেপির মনোবল আরও বাড়িয়ে তুলবে বলে মনে করেছেন স্থানীয় বিজেপি নেতারা।